সিপিএম প্রার্থীকে লক্ষ করে বোমা ছোড়ার অভিযোগ উঠল বড়জোড়ায়। মঙ্গলবার রাতে বড়জোড়া থানার পিংরুই গ্রামের ঘটনা। অভিযোগকারী কমল ভুঁই বড়জোড়া পঞ্চায়েত সমিতির বিদায়ী সদস্য। এ বারও তিনি ওই পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন। মালিয়াড়া ২ নম্বর আসনের ওই সিপিএম প্রার্থীর দাবি, “রাতে পিংরুই গ্রামে প্রচার সেরে মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলাম। পথে একটা ঝোপ থেকে কিছু দুষ্কৃতী আমার দিকে বোমা ছোড়ে। বোমাটা আমার গাড়ির সামনের চাকার কাছে এসে ফাটে। তাতে আমার ডান পায়ের কিছুটা অংশ ঝলসে যায়।” তিনি জানান, পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যান। চিকিৎসাও করানো হয়।
ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে বড়জোড়ায় বিক্ষোভ মিছিল করে সিপিএম। সিপিএমের জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী বলেন, “কমলবাবু দীর্ঘ ১৫ বছর ধরে বড়জোড়া পঞ্চায়েত সমিতির সদস্য। তাই তাঁকে হারানো সহজ নয় বুঝেই বিরোধীরা তাঁকে খুনের চক্রান্ত করে।” তাঁর অনুমান এই ঘটনায় তৃণমূলের হাত রয়েছে। তিনি জানান, ঘটনার কথা তাঁরা নির্বাচন কমিশনকে জানাবেন। অন্য দিকে, এই ঘটনায় তৃণমূল কোনও ভাবেই জড়িত নয় বলে দাবি করছেন তৃণমূলের বড়জোড়া ব্লক সভাপতি জহর বন্দ্যোপাধ্যায়। তাঁর পাল্টা দাবি, “সিপিএমই মানুষের সহানুভুতি আদায়ের চেষ্টায় বোমাবাজির মিথ্যা নাটক সাজাচ্ছে। পুরোটাই সাজানো ঘটনা।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |