যুবক গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা |
দ্বিতীয় শ্রেণির দুই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। বুধবার, বন্দর এলাকার রাজাবাগান থেকে। ধৃত যুবক ওয়াসিম গাজি (১৯) এলাকারই বাসিন্দা। পুলিশ জানায়, এ দিন স্কুল থেকে মেয়েদের আনতে গিয়ে কয়েক জন অভিভাবক দেখেন, দুই ছাত্রীকে সঙ্গে নিয়ে এক যুবক এলাকারই একটি বাড়িতে ঢুকছে। তখনই তাঁরা স্থানীয় বাসিন্দাদের নিয়ে বাড়িটি ঘেরাও করেন। ওই যুবক বাড়িরই একটি ঘরে ঢুকে দরজা আটকে দেয়। ঘটনাস্থলে ছিলেন দুই মহিলাও। খবর পেয়ে রাজাবাগান থানার পুলিশ যায়। লালবাজার থেকেও পুলিশ পাঠানো হয়। ধৃত যুবককে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবিতে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ওই দুই মহিলার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
|
রবীন্দ্রভারতী ফের বিতর্কে |
ফের গোলমাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। এ বার দৃশ্যকলা শাখার পেন্টিং বিভাগের প্রধানের সঙ্গে একদল পড়ুয়ার দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে। ছাত্রছাত্রীরা আবার বিভাগীয় প্রধানের বিরুদ্ধে এক ছাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করার পাল্টা অভিযোগ দায়ের করেছেন। বুধবার বিকেলের ওই ঘটনাটি আজ, বৃহস্পতিবার পর্যালোচনা করে দেখা হবে বলে জানান উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, বুধবার একদল পড়ুয়া পেন্টিংয়ের বিভাগীয় প্রধান অতনু বসুর ঘরে চড়াও হয়। অভিযোগ, ওই শিক্ষককে দীর্ঘক্ষণ ঘিরে কটূক্তি করা হয়। তাঁকে তাড়ানোরও হুমকি দেওয়া হয়। অভিযোগের তির টিএমসিপি-র বিরুদ্ধে। যদিও টিএমসিপি অভিযোগ অস্বীকার করেছে। মে মাসেও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নকলে বাধা দিয়ে টিএমসিপি-র নেতা এক ছাত্রের হাতে সংস্কৃত বিভাগের এক শিক্ষক প্রহৃত হওয়ার অভিযোগ উঠেছিল। অতনুবাবু এ দিনের ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি। তবে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিক্ষোভকারীদের পাল্টা অভিযোগ, এক ছাত্রী ইউনিয়ন রুমে যাওয়ায় তাঁকে নম্বর কম দেওয়া হবে বলে হুমকি দেন অতনুবাবু। গোলমালে অন্যতম অভিযুক্ত বিশ্বজিৎ দে-র দাবি, অতনুবাবুর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ মিথ্যা। বিভাগীয় প্রধানের সঙ্গে ভদ্র ভাবে কথা বলে নিজেদের অভিযোগ জানিয়েছেন তাঁরা।
|
মাঠপুকুর কাণ্ডে সাত অভিযুক্তের মধ্যে জামিনে মুক্ত একমাত্র অভিযুক্ত উপস্থিত না থাকায় বুধবার মামলাটি বিচারের জন্য দায়রা আদালতে পাঠানো গেল না। মামলার অন্যতম অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাওকে মঙ্গলবার অ্যাম্বুল্যান্সে আদালতে আনা হয়েছিল। বুধবার তাঁকে আনা হয় অন্য পাঁচ বিচারাধীন বন্দির সঙ্গে প্রিজন ভ্যানে। তাঁদের আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। কিন্তু দেবাশিস সরকার নামে জামিনে মুক্ত এক অভিযুক্ত অসুস্থ থাকায় অনুপস্থিত ছিলেন। বিচারক উমেশ সিংহ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ১ জুলাই। ওই দিন সব অভিযুক্তকে হাজির করাতে নির্দেশ দেওয়া হয়েছে।
পুরনো খবর: অ্যাম্বুল্যান্সে কাও
|
বামফ্রন্টের সভায় বোমাতঙ্ক |
একটি পলিথিনের থলিতে রাখা ইঞ্চি পাঁচেক লম্বা দু’টি পাইপ, বৈদ্যুতিক তার, একটি বৈদ্যুতিন ঘড়ি ও একটি ভাঙা রিমোট থেকে বোমাতঙ্ক ছড়াল রানি রাসমণি অ্যাভিনিউয়ে কলকাতা জেলা বামফ্রন্টের জমায়েতে। বুধবার বিকেল পাঁচটা নাগাদ পুলিশ বামফ্রন্টের সভাস্থল থেকে ওই জিনিসগুলি উদ্ধার করে। সেই সময়ে বামফ্রন্টের এক প্রতিনিধিদল রাজভবনে রাজ্যপালের সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়েছিলেন। দু’টি ফাঁকা চেয়ারে আড়াআড়ি ভাবে ওই পলিথিনের থলিটি পরিত্যক্ত অবস্থায় দেখে উপস্থিত মানুষের একাংশ পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশ জানায়, পাইপ দু’টি থেকে তার, ঘড়ি সবই বিচ্ছিন্ন ছিল। তবে দু’টি নলের দু’দিক বোজানো ছিল। গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, ওই পাইপ দু’টিতে বিস্ফোরক ছিল কি না জানতে সেগুলি ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হচ্ছে। কে বা কারা ওই সভাস্থলে কখন ওই সব রেখে গেল, সে ব্যাপারে তদন্তে নেমেছেন গোয়েন্দারা।
|
এক মাস আগে ভবানীপুরে এক মহিলার মোবাইল ছিনতাইয়ের ঘটনায় বুধবার তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে মোবাইলটি। পুলিশ জানায়, ধৃতদের নাম শেখ শাহিদ ওরফে শেরুম, মহম্মদ পারভেজ ওরফে ইনজামামুল ও মহম্মদ আবিদ ওরফে বাবলু। শাহিদের কাছে একটি পিস্তলও পাওয়া গিয়েছে। ২৪ মে ভবানীপুরের ইন্দ্র রায় রোড দিয়ে যাওয়ার সময় এক মহিলার মোবাইল ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা। এক যুবক মোটরসাইকেল নিয়ে দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করেন। দুষ্কৃতীরা তাঁকে লক্ষ করে গুলি চালায়।
|
পাটুলি থানা এলাকার রবীন্দ্রপল্লির একটি বাড়ি থেকে বুধবার এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম সুব্রত ঘোষ (১৫)। সে বাবা-মায়ের সঙ্গেই থাকত। বাবা-মা বাড়ি ফিরে জানলা দিয়ে তার ঝুলন্ত দেহ দেখে পুলিশে খবর দেন। |