বিস্ফোরণে জখম ৯
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
গাজল থানা থেকে ২০০ মিটার দূরে বিদ্রোহী মোড়ে বোমা বিস্ফোরণে দুই মহিলাসহ ৯ জন জখম হন। মঙ্গলবার রাত সওয়া ৮টায়। বাইক আরোহীর দিকে বোমা ছোড়া হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। কেএলওর হাত থাকার বিষয় উড়িয়ে দেয়নি পুলিশ। তৃণমূল জেলা সভাপতি তথা রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, “কারা বোমা বিস্ফোরণ করেছে তাঁদের খুঁজে বের করতে পুলিশ সুপারকে বলেছি।” কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর এই দিন বলেন, থানার ঢিল ছোড়া দূরত্বে যদি বোমা ফাটে গ্রামবাসীদের নিরাপত্তা কোথায়?” সিপিএম জেলা সম্পাদক অম্বর মিত্র জানান, পঞ্চায়েত ভোটের মুখে সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্য বোমা ফাটানো হয়েছে।
|
অভিযুক্ত পুলিশ
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
এক গ্রামীণ পুলিশের বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের হয়ে প্রচার এবং সন্ত্রাস সৃষ্টির অভিযোগ তুললেন এক সিপিএম প্রার্থী। মঙ্গলবার মন্টু রায় নামে উত্তর বড়হলদিবাড়ি পঞ্চায়েত প্রার্থী পুলিশ এবং ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করেছেন। মন্টুবাবুর অভিযোগ, “সহদেব রায় নামের ওই গ্রামীণ পুলিশের কর্মী শুধু এলাকায় প্রচার নয়, এলাকার সিপিএম প্রার্থী ও কর্মীদের হুমকি দিচ্ছেন।” যদিও সহদেব রায় অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, আমি প্রচার করছি না। ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। হলদিবাড়ির পঞ্চায়েত নির্বাচনের রিটার্নিং অফিসার দিব্যেন্দু মজুমদার বলেন, “পুলিশকে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
|
আক্রান্ত দুই প্রার্থী
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ভোটের প্রচার সেরে ফেরার পথে আক্রান্ত হলেন বিজেপির দুই সমর্থক। সোমবার রাতে গঙ্গারামপুর থানার বাতাসকুঁড়ি এলাকার ঘটনা। সুখেন শিকদার ও মণীন্দ্র মণ্ডল মহকুমা হাসপাতালে ভর্তি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর লাঠি ও বাঁশ নিয়ে হামলা চালায় বলে বিজেপির তরফে থানায় অভিযোগ করা হয়েছে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। হোসেনপুরে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে পোড়া দলীয় পতাকা ও ফ্লেক্স অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশে অভিযোগ হয়নি।
|
সাহায্যে বালুরঘাট
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
কেদারনাথে বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এল বালুরঘাট। মঙ্গলবার সরকারি কর্মীদের রিক্রিয়েশন ক্লাব মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তার জন্য তহবিল গঠন করেছে। ১০০১ টাকা দিয়ে তহবিল চালু করেন জেলাশাসক দুর্গাদাস গোস্বামী। প্রাথমিক শিক্ষক কৃষ্ণপদ মন্ডল এ দিন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০০১ টাকার দান জেলাশাসকের হাতে দেন। |