এক মহিলাকে মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর থানার আইসির বিরুদ্ধে। মঙ্গলবার মালদহ টাউন স্টেশনে কর্মরত এক মহিলা হোমগার্ড পুলিশ সুপারের কাছে হরিশ্চন্দ্রপুরের আইসি বাবিন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “ওই মহিলা হোমগার্ডের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।” অভিযুক্ত বাবিন মুখোপাধ্যায় বলেন, “আমার বিরুদ্ধে এক পুলিশ অফিসার ষড়যন্ত্র করে হোমগার্ডকে দিয়ে মিথ্যা অভিযোগ করিয়ে কলঙ্ক লেপনের চেষ্টা করছে। ১৯ বছর ধরে চাকরি করছি। আমার মানসম্মান ডোবানোর চেষ্টা হচ্ছে।” অভিযোগকারিণীর অভিযোগ, “ওই থানায় কাজে যোগ দেওয়ার ২-৩ দিন পরে আমাকে একদিন চেম্বারে ডেকে সেজেগুজে আসতে বলা হয়। আমি আইসিকে এড়িয়ে চলতাম। একদিন চেম্বারে ঢুকিয়ে জোর করে মোবাইলে অশ্লীল ছবি দেখতে বাধ্য করেন। এক দিন তাঁর সঙ্গে রাতে থাকার প্রস্তাব প্রত্যাখ্যান করার পাঁচ দিনের মাথায় জিআরপিতে বদলি করা হয়।”
এই ঘটনা নিয়ে পুলিশ মহলে জল্পনা চলছে। পুলিশ সূত্রের খবর, কয়েকদিন আগে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মোথাবাড়ি থানায় কর্মরত এক অফিসারের বিরুদ্ধে সুপারের কাছে লিখিত অভিয়োগ করেছিলেন। তাঁর ওই অভিযোগে হরিশ্চন্দ্রপুর আই সি জানিয়েছিলেন, মোথাবাড়ি ফাঁড়িতে কর্মরত ওই পুলিশ অফিসার তাঁকে খুন করার চক্রান্ত করছেন। মোথাবাড়ির ওই পুলিশ অফিসার হরিশ্চন্দ্রপুরের বারোদুয়ারিতে এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ও ওই পুলিশ অফিসার হরিশ্চন্দ্রপুরে গিয়ে এলাকার কুখ্যাত সমাজবিরোধীর সঙ্গে ওঠাবসা করছেন বলে অভিযোগ পত্রে লেখা হয়। জেলা পুলিশের ওই কর্তা বলেন, “একজন অভিযোগ করায় পাল্টা অভিযোগ করানো হল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।” |