বাস ধর্মঘট, রেল অবরোধ
আন্দোলনে রাস্তা সারাতে ৪৫ লক্ষ
ক সপ্তাহের মধ্যে টেন্ডার শেষ করে ৩১ ডি জাতীয় সড়ক মেরামতির কাজ শুরু করবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ফুলবাড়ি থেকে জলপাইগুড়ি-ধূপগুড়ি হয়ে সোনাপুর পর্যন্ত মেরামতির জন্য ৪৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে কর্তৃপক্ষ। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কাজ শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসতে রাজি নয় জলপাইগুড়ি জেলার বেসরকারি পরিবহণ জয়েন্ট অ্যাকশন কমিটি। গত সপ্তাহে জেলা প্রশাসনকে স্মারকলিপি দেওয়ার পর, আজ বুধবার জলপাইগুড়ি শহরে বাস ধর্মঘটের ডাক দিয়েছে ওই কমিটি। বেসরকারি বাস-মিনিবাস বন্ধ থাকার কথা জানানো হয়েছে। এ দিন জলপাইগুড়ি রোড স্টেশনে দিল্লিগামী রাজধানী অবরোধের কর্মসূচি রয়েছে কমিটির। যাত্রী দুর্ভোগের আশঙ্কা আছে।
ছোট বড় গর্তে ভরা ৩১ ডি জাতীয় সড়কের হাল নিয়ে বর্ষার আগে থেকে বেসারকারি পরিবহণ সংগঠনগুলি ও যাত্রীরা ক্ষোভ জানিয়ে আসছিলেন। বর্ষা শুরুর পরে জাতীয় সড়কের খন্দগুলি ভাঙতে ভাঙতে বড় আকার ধারণ করে বলে অভিযোগ। ভাঙা সড়কে চলাচল করার দুর্ভোগের সঙ্গে সড়কে দীর্ঘ যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে প্রশাসন থেকে শুরু করে সরকারের শীর্ষ পর্যায় থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সড়ক মেরামতিতে উদ্যোগ নেওয়ার আর্জি জানানো হয়। মঙ্গলবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের শিলিগুড়ি দফতর সূত্রে জানানো হয়, সড়ক মেরামতির দরপত্র ডাকা হয়েছে। এক সপ্তাহে মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরুর নির্দেশ দেওয়া হবে।
জাতীয় সড়ক প্রকল্পের অধিকর্তা ডি কে আনসারি বলেছেন, “৩১ ডি জাতীয় সড়কের পরিস্থিতি মাথায় রেখে এক সপ্তাহের মধ্যে টেন্ডার শেষ করে কাজ শুরুর সিদ্ধান্ত হয়েছে। দু’মাসে কাজ শেষের নির্দেশ দেওয়া হবে।”
উত্তরবঙ্গের বিভাগীয় সদর হওয়ায় এদিন জলপাইগুড়ি শহরে একদিনের প্রতীকী ধর্মঘট ডাকা হয়েছে বলে জয়েন্ট অ্যকশন কমিটি জানিয়েছে। বাস ধর্মঘটের ফলে ডুয়ার্সের রুটে এই দিন জলপাইগুড়ি থেকে বাস যেমন চলবে না, জলপাইগুড়ি-শিলিগুড়ি সুপার বাস চলাচলও বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। এর ফলে দুর্ভোগে পড়ার আশঙ্কা রয়েছে নিত্যযাত্রীদের। কমিটি সূত্রে জানানো হয়েছে, শহরের পাশ দিয়ে চলে যাওয়া জাতীয় সড়কে বেসরকারি বাসে বাধা দেওয়া হবে না।
জয়েন্ট অ্যাকশন কমিটির আহ্বায়ক গৌরব চক্রবর্তী বলেন, “বর্ষার আগে থেকে জেলার বিভিন্ন সড়ক মেরামতির দাবি জানিয়ে এসেছি। এখন সড়কের যা হাল তাতে বাস চালানো সম্ভব হচ্ছে না। যাত্রীদের ক্ষোভের মুখে আমাদেরই পড়তে হচ্ছে। তাই ধর্মঘট-অবরোধ র কর্মসূচি নেওয়া হয়েছে।” দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস অবরোধ করতে এ দিন সকাল ১০টা থেকেই জলপাইগুড়ি রোড স্টেশনে জয়েন্ট অ্যাকশন কমিটি জমায়েত করবে বলে জানানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.