উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের বক্তব্যকে ঘিরে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলল কংগ্রেস। মঙ্গলবার মন্ত্রী বক্সা জঙ্গল সংলগ্ন বনবস্তি ও চা-বাগান এলাকায় বিভিন্ন পথসভা করেন। সেখানে তিনি যে সমস্ত প্রকল্পের কথা বলেন বিধিভঙের সামিল বলে দাবি করে নির্বাচন কমিশনের দারস্থ হওয়ার কথা জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। কালচিনির রির্টানিং অফিসার তথা বিডিও চন্দ্রসেন খাতি বলেন, “নির্বাচনে কোনও রকম আশ্বাস দেওয়া হলে তাতে নির্বাচনী বিধি ভঙ্গ হবে। এ দিন মন্ত্রী কী বলেছেন তার ভিডিও ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, মন্ত্রী এ দিন এমন কিছু প্রকল্পের আশ্বাস দিয়েছেন। যার কাজ শুরু হয়নি এবং টাকাও মঞ্জুর হয়নি। রাজাভাত খাওয়াতে মন্ত্রী ডুয়ার্সের পর্যটন কেন্দ্র গড়ে তোলার আশ্বাস এরমধ্যে অন্যতম। |
কালচিনিতে গৌতম দেব। মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র। |
প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার বলেন, “মন্ত্রী নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন। আমরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছি।” যদিও মন্ত্রী গৌতমবাবু বিধি ভঙ্গের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “যে সমস্ত প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেই সমস্ত বিষয় বলেছি।”
এ দিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া, গারোপাড়া, কালচিনি চৌপতি, চুয়াপাড়া-সহ বেশ কয়েকটি এলাকায় পথসভা করেন। সেখানে তিনি বলেন, “ডুয়ার্সের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী ডুয়ার্স টাস্ক ফোর্স তৈরি করেছেন। চিলাপাতায় মডেল ভিলেজ হচ্ছে। সেখানে রাস্তা, পাকা সেতু নির্মাণ করা হয়েছে। ৪০টি কটেজ হবে। আদিবাসীদের জন্য প্রদর্শনশালা হবে। স্থানীয় বাসিন্দাদের হাতের কাজ শেখানো হবে। চিলাপাতার কাজ শেষ হলেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাত খাওয়া এলাকায় ডুয়ার্সের দ্বিতীয় পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হবে।” চুয়াপাড়া চা বাগানে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, করম পুজোর ছুটি, বেহাল রাস্তার প্রসঙ্গে তুলে বক্তব্য রাখেন মন্ত্রী। |