পথ দেখিয়েছে কামদুনি। ধর্ষণ ও মেয়েদের উপরে আক্রমণের ক্ষেত্রে পুলিশ-প্রশাসন যাতে হাত গুটিয়ে বসে না থাকে, তাই সরব হচ্ছেন এলাকার মানুষই।
মুর্শিদাবাদের বড়ঞায় মহিলা খুন হওয়ার পর ধর্ষণের সম্ভাবনা উড়িয়ে দিয়েছিল পুলিশ। তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন বাসিন্দারা। ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়ায় আট বছরের বালিকাকে ধর্ষণের ঘটনায় নৈহাটিতে মিছিল করেছেন এলাকার লোকজন, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা ও সমাজসেবী সংগঠনের কর্মীরা। পড়শিদের পরামর্শেই ছ’দিন পরে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। তবে এর পরেও নদিয়ার কল্যাণী থেকে বর্ধমানের পূর্বস্থলী ধর্ষণের অভিযোগে যতি পড়েনি।
বড়ঞায় খোরজুনায় বছর তিরিশের এক মহিলা খুন হওয়ার পর মুর্শিদাবাদের এসপি হুমায়ুন কবীরের দাবি, ‘ধর্ষণ’ হয়নি। অভিযুক্ত প্রকাশ দাসের সঙ্গে ওই মহিলার পাঁচ মাস ধরে ‘সম্পর্ক’ ছিল। সম্মতির ভিত্তিতে সহবাসের পরই কথা কাটাকাটির জেরে খুন করা হয়। এই মন্তব্যে ক্ষুব্ধ খোরজুনার মানুষ পথে নেমেছেন। তাঁদের অভিযোগ, ধর্ষণকে ‘সহবাস’ বলে চালানোর চেষ্টা করছে পুলিশ।
তবে জনরোষের হাওয়া নিজেদের পালে লাগাতে রাজনীতির কারবারিরাও কসুর করছেন না। কামদুনি নিয়ে কলকাতায় বিদ্বজ্জনদের ডাকা মিছিলে পরিচিত কিছু রাজনৈতিক মুখ দেখা গিয়েছিল। মঙ্গলবার খোরজুনায় নিহত মহিলার বাড়িতে যান রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। আজ, বুধবার ১২ ঘণ্টা বড়ঞা বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস। রবিবার মুর্শিদাবাদেরই খড়গ্রামে এক আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। তাই সিপিএমও ১২ ঘণ্টা বড়ঞা ও খড়গ্রাম বন্ধ ডেকেছে।
উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ঘটনাটি প্রকাশ্যে এসেছে এ দিনই। স্থানীয় রায় বাহাদুর রোডে সকালেই অসুস্থ হয়ে পড়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রী। তার অভিযোগ, তিন দিন ধরেই পড়ানোর নাম করে বাড়িতে ডেকে ধর্ষণ করছিল ছোট্টু দাস। প্রথম দু’দিন ভয়ে কাউকে কিছু বলেনি মেয়েটি। কিন্তু এ দিন মাকে বলে দেয়। বিষয়টি জানাজানি হতেই উত্তেজিত এলাকাবাসী ছোট্টুর বাড়ি ভাঙচুর করেন। ছোট্টুকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বালিকাটি ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি।
নদিয়ার কল্যাণীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দশম শ্রেণির এক ছাত্র-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত বৃহস্পতিবারের ঘটনা। মেয়েটির বাবা বছর দুয়েক আগে মারা গিয়েছেন। মা পরিচারিকার কাজ করেন। তিনি বর্ধমানে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়িতে মেয়েটি একাই ছিল। রাত ১০টা নাগাদ পাড়ারই এক দশম শ্রেণির ছাত্র তাকে ডাকে। কথা বলার সময়ে চলে আসে শুভ মণ্ডল নামে যুবক। একটু বাদেই বিশু ঢালি ও নিতাই কীর্তনিয়া দুই স্থানীয় যুবক এসে তাঁদের মারধর করে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ।
দশম শ্রেণির ওই ছাত্রই এলাকার লোকজনকে খবর দিয়েছিল। এর পরে পাড়ার লোক মেয়েটিকে টানা বোঝান। সোমবার রাতে সে পুলিশে অভিযোগ দায়ের করে। কিন্তু পুলিশের অনুমান, ওই স্কুলছাত্র এবং শুভও ঘটনায় যুক্ত। দুলাল হালদার নামে আর এক যুবক মুখ না খুলতে হুমকি দেয় বলে অভিযোগ। দুলাল ও স্কুলছাত্রটিকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু যে দু’জনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ, তাদের পুলিশ ধরতে পারেনি।
বর্ধমানের পূর্বস্থলীর জামালপুর গ্রামেও বছর সতেরোর এক আদিবাসী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। তার মায়ের অভিযোগ, সোমবার সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পর দিন সকালে খবর পান, মেয়ে পাশের গ্রামে রয়েছে। সেখানে গেলে মেয়ে জানায়, রাতে তিন যুবক তাকে ধর্ষণ করেছে। বর্ধমানের এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা শুধু বলেন, “তদন্ত চলছে। কিশোরীর জবানবন্দি নেওয়া হবে।” |