ফের পুরুলিয়ায় ডিলার সাসপেন্ড
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
অসঙ্গতির অভিযোগে আরও তিন কেরোসিন ডিলারকে সাসপেন্ড করল পুরুলিয়া জেলা খাদ্য দফতর। পুরুলিয়ার মহকুমা খাদ্য নিয়ামক অমিত গঙ্গোপাধ্যায় বলেন, “কাজে অসঙ্গতির অভিযোগে দু’জন বিগ ডিলার (পরিবেশক) ও একজন ফেয়ার প্রাইস শপ ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। তাঁরা হলেন আড়শার মহম্মদ আয়ুব ও ঝালদা ২ ব্লকের অনুপম ভট্টাচার্য। অন্য জন হলেন ঝালদা ২ ব্লকেরই ভৃগুরাম মাহাতো।” তিনি জানান, বিগ ডিলারদের ক্ষেত্রে সময় মতো গুদাম খোলা না রাখার অভিযোগ রয়েছে। তা বিধি বহির্ভূত কাজ। এফপিএস ডিলারের ক্ষেত্রে নথিপত্রে যে পরিমাণ কেরোসিন থাকার উল্লেখ ছিল, বাস্তবে তা পাওয়া যায়নি।” জেলার জন্য বরাদ্দ কেরোসিনের একটা অংশ প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছয় নাএ অভিযোগ দীর্ঘদিনের। এই অভিযোগের তদন্তে নেমে ইতিমধ্যেই পাঁচ কেরোসিন ডিলারকে সাসপেন্ড করল খাদ্য দফতর। কয়েকদিন আগে একই অভিযোগে পুরুলিয়া ও হুড়ার দুই বিগ ডিলারকে সাসপেন্ড করা হয়।
পুরনো খবর: ৭৯ জন ডিলার সাসপেন্ড পুরুলিয়ায়
|
কংগ্রেসের সমালোচনা করলেন সুদীপ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
কংগ্রেস জেলা সভাপতির বিধানসভা এলাকায় গিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তুলিনের হাটবাগান ও আড়শায় জনসভা করেন তিনি। ওই দুই এলাকা কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতোর বিধানসভা কেন্দ্র বাঘমুণ্ডির অধীনে। সুদীপবাবু বক্তৃতায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও মূল্যবৃদ্ধির অভিযোগ করেন। পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিনি নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেন। অন্য দিকে, সোনামুখীর ধানসিমলায় দলীয় কর্মীকে মারধরের প্রতিবাদে তৃণমূল এ দিন সোনামুখী-বর্ধমান রাস্তা কিছুক্ষণ অবরোধ করে।
|
গুলিতে জখম
নিজস্ব সংবাদদাতা • আদ্রা |
ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে ছিটকে যাওয়া গুলিতে জখম হলেন ব্যাঙ্ককর্মী। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে আদ্রার বেনিয়াশোলে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা। জখম কর্মী বিশ্বরূপ সিংহ ওই ব্যাঙ্কের পুরুলিয়া শাখায় কর্মরত। পুলিশ সূত্রের খবর, এ দিন আদ্রার শাখা থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য দুই নিরাপত্তারক্ষীকে নিয়ে পুরুলিয়া থেকে এসেছিলেন কয়েক জন ব্যাঙ্ককর্মী। টাকা নামানোর সময়ে নবকুমার রায় নামের এক নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে গুলি ছিটকে লাগে বিশ্বরূপবাবুর ডান পায়ের বুড়ো আঙুলে। তবে চোট গুরুতর নয়। পুলিশ জানিয়েছে, এটি নিছকই দুর্ঘটনা। অভিযোগ হয়নি।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
মোটরবাইক থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃত কমল পট্টনায়েকের (২৬)বাড়ি রঘুনাথপুর থানার শাঁকা গ্রামে। সম্প্রতি কমল নিতুড়িয়ার বড়তোড়িয়ায় আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। রাতে মোটরবাইক নিয়ে বাজারে যাওয়ার সময়ে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গুরুতর জখম হন। রঘুনাথপুর মহকুমা হাসপাতালে রাতেই তাঁর মৃত্যু হয়। |