সিপিএমের এক কর্মীকে গ্রেফতারকে ঘিরে মিছিল, পাল্টা মিছিলে মঙ্গলবার উত্তপ্ত হল বনগাঁর ভবানীপুর এলাকা। সোমবার রাতে হারাধন হালদার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে পুলিসের উদ্দেশ্যে গুলি চালানো, পুলিশের গাড়ি ভাঙচুর, খুনের চেষ্টা, বেআইনি অস্ত্র রাখা-সহ ১৫টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশের দাবি, ধৃতের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগও রয়েছে।
এ দিকে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের কথায় পুলিশ মিথ্যা মামলায় তাঁদের কর্মীকে গ্রেফতার করেছে, এই অভিযোগে এবং অবিলম্বে তাঁকে ছেড়ে দেওয়ার দাবিতে এ দিন সকালে কয়েকশো কর্মী-সমথর্ককে নিয়ে মিছিল করে সিপিএম। পরে এসডিপিও-র অফিসের সামনে তাঁরা ধর্নায় বসেন। এসডিপিওর কাছে স্মারকলিপিও দেন। এসডিপিও রূপান্ত সেনগুপ্ত বলেন, “সিপিএমের অভিযোগ শুনেছি। সব খচিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
এ দিন সিপিএমের মিছিলের পাল্টা মিছিল বের করে তৃণমূলও। একই ভাবে তাঁরাও বিক্ষোক্ষ দেখান এবং এসডিপিওকে স্মারকলিপি দেন। ওই পঞ্চায়েতে তৃণমূলের পর্যবেক্ষক প্রসেনজিত ঘোষ বলেন, “সিপিএমের দুষ্কতীরা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। তাদের গ্রেফতারের দাবিতে এবং ধৃতকে যাতে ছাড়া না হয়, সে জন্য এসডিপিওকে স্মারকলিপি দিয়েছি।” তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, “ছয়ঘরিয়া এলাকা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে দাঁড়িয়েছে। পুলিশ নিরপেক্ষ ভাবে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আমরা তাঁদের কাজে হস্তক্ষেপ করিনি।” স্থানীয় মানুষের দাবি, হারাধন বনগাঁয় নিউমার্কেটে মাছ বিক্রি করে। তাঁরা দীর্ঘদিন ধরে তাঁকে চেনেন। কোনও অপরাধমূলক কাজে তিনি জড়িথ থাকতে পারেন না।
পুলিশের এক কর্তা জানান, হারাধনের একটি গাড়ি আছে। তাতে পাচারের জন্য গরু আনা হয়। পাচার হওয়া গরু আটক করা হলে তা ছাড়াতে কয়েকবার সে থানায় এসেছিল। |