টুকরো খবর
কংগ্রেস কর্মীকে মারধরের নালিশ
এক কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে হাঁসখালি ব্লকের উত্তর ভাইনা এলাকার এই ঘটনায় আহত হয়েছেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস। পুলিশ জানায়, এ দিন দলীয় বৈঠক সেরে ফেরার পথে বিমলবাবুর উপর চড়াও হয় কয়েকজন বাসিন্দা। অভিযোগ, বিমলবাবুর গাড়িও ভাঙচুর করা হয়। বিমলবাবু শক্তিনগর হাসপাতালে ভর্তি। বিমলবাবু বলেন, “বৈঠক সেরে ফিরছিলাম। সেই সময় কয়েকজন তৃণমূল সমর্থক আমার উপর হামলা করে। কোনওমতে পালিয়ে বাঁচি।” অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “এই ঘটনায় দলের কেউ জড়িত নয়।”

শ্লীলতাহানি, ধৃত
এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে লাহারপাড়া এলাকার এই ঘটনায় ধৃতের নাম বৈদ্যনাথ মণ্ডল। পুলিশ জানায়, ওই মহিলা রাতে একা ছিলেন। সেই সুযোগে বৈদ্যনাথ ওই মহিলার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। মহিলার চিৎকারে পড়শিরা ছুটে এসে ওই যুবককে মারধর করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ বৈদ্যনাথকে গ্রেফতার করেছে।

তৃণমূলের অবরোধ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট নষ্ট করার প্রতিবাদে পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ নদিয়ার হরিণঘাটার সাহেববাড়িতে অবরোধ হয়। ঘণ্টা তিনেক পর প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল এক মহিলার। সোমবার হরিহরপাড়ার ধরমপুরের এই ঘটনায় মৃতের নাম আরজুনা বিবি (১৯)। তাঁর স্বামী-সহ সাতজনের বিরুদ্ধে খুনের অভিযোগ হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.