রবিবার বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন করল শহরের শাস্ত্রীয় শিল্পীরা। ওই উপলক্ষে রবিবার কৃষ্ণনগরের মৃণালিনী গার্লস হাইস্কুলে জেলার ১০ জন বিশিষ্ট শিল্পী খেয়াল ও ঠুংরি পরিবেশন করেন। অন্য দিকে, বহরমপুরের নাইয়া গানের দল বিশ্ব সঙ্গীত দিবস পালন করে। বহরমপুর রবীন্দ্রসদনের মুক্ত মঞ্চে রবীন্দ্রসঙ্গীত, আধুনিক ও লোক গান পরিবেশন করেন বহরমপুরের ২৫ জন সঙ্গীত শিল্পী। ওই অনুষ্ঠানে বহরমপুরের দুটি বাংলা ব্যান্ডের দলও অংশ নেয়। |
নবদ্বীপ দীপেন্দ্র নাট্য একাডেমির বাৎসরিক নাট্য সন্ধ্যা রবিবার সাধারণ গ্রন্থাগার মঞ্চে হয়েছে। স্বপন দাসের নাটক কথোপকথন মঞ্চস্থ করেন একাডেমির কলাকুশলীরা। বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক চিত্ত ভাদুড়ির হাতে গড়া এই নাট্য সংস্থার বর্তমান উপস্থাপনায় অংশ নেন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। নাটকের আগে সঙ্গীত ও আবৃত্তির অনুষ্ঠান ছিল। |
সদ্য প্রয়াত সঙ্গীতশিল্পী অজিত পাণ্ডের স্মরণ সভা অনুষ্ঠিত হয় লালগোলা এমএন অ্যাকাডেমি স্কুলে। গত ২৩ জুন কথায়-আড্ডায় স্মৃতিচারণ হয়। বৌবাজারের প্রাক্তন বিধায়ক ওই সঙ্গীত শিল্পী গত ১৩ জুন কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লালগোলার সাহিত্য-সংস্কৃতির সঙ্গে জড়িত মানুষ ওই সভার আয়োজন করেন। লালগোলার ভূমিপুত্র গল্পকার নীহারুল ইসলাম বলেন, “স্মৃতিচারণা ছাড়াও অজিত পাণ্ডের জীবন নিয়ে তথ্যচিত্র ‘প্রান্ত থেকে দিগন্তে’ প্রদর্শিত হয়েছে। অনুষ্ঠানে হাজির ছিলেন ওই সঙ্গীত শিল্পীর আত্মীয়স্বজনও।” |
নাট্যকার-পরিচালক গৌতম রায়চৌধুরীর দ্বিতীয় প্রয়াণ দিবস পালন করল ঋত্বিক নাট্যগোষ্ঠী। ২৪ জুন সন্ধ্যায় বহরমপুরের আইএমএ-র সভা ঘরে আলোচনা, সঙ্গীত, পুরুলিয়ার ঝুমুর শিল্পীকে আর্থিক সম্মাননা প্রদানের মধ্য দিয়ে গৌতম রায়চৌধুরীকে স্মরণ করল নাট্যসহকর্মীরা। ঋত্বিকের পক্ষে মোহিতবন্ধু অধিকারি বলেন, “শেক্সপিয়রের ৪০০ তম জন্ম শতবর্ষ উপলক্ষে আলোচনার বিষয় বেছে নেওয়া ‘বঙ্গ রঙ্গ মঞ্চে শেক্সপিয়র’। বক্তা হিসেবে ছিলেন অশোক মুখোপাধ্যায়। এ ছাড়াও পুরুলিয়ার ঝুমুর শিল্পী তালাবৎ মাহাতকে ১০ হাজার টাকা দেওয়া হয়। পরে তিনি সঙ্গীত পরিবেশন করেন।” অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলাদেশের সিরাজগঞ্জের নাট্য লোকদলের প্রধান আবদুল মামুন বাবু। |
নির্যাতিতা নারীর আখ্যানকে গান-কবিতা-নাটকের মধ্য দিয়ে তুলে ধরে অন্য এক ধারার সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সহজ পাঠ। বুধবার নবদ্বীপের প্রাচীন মায়াপুরের নরহরি ধামের নাটমন্দিরে সঙ্গীত-আবৃত্তি-নৃত্য দিয়ে সাজানো ছিল সাংস্কৃতিক সন্ধ্যা। ওই সন্ধ্যার শেষ নিবেদন সহজ পাঠের সদস্যদের অভিনীত নাটক রাজা গুহ’র অমৃতের সন্ধানে। ওই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। |
সপ্তম বর্ষ কলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মূক ও বধিরদের নিয়ে গঠিত মুর্শিদাবাদ জেলা কলা ও সাংস্কৃতিক সংস্থা। ২২ ও ২৩ জুন বহরমপুরের রানিবাগানে ওই অনুষ্ঠানে মূকাভিনয়, নৃত্যে অংশ নেন মূক ও বধির শিক্ষার্থী শিল্পীরা। |