পঞ্চায়েত ভোট নিয়ে টালবাহানায় শাসক দল দুষছে নির্বাচন কমিশনকে। সিপিএম আবার দোষ চাপাচ্ছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারে ঘাড়ে।
মঙ্গলবার হুগলির পুড়শুড়ায় নির্বাচনী প্রচারে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেন, “সিপিএম এবং কংগ্রেস হেরে যাবে বলে ভোট করতে চাইছে না নির্বাচন কমিশন।” তৃণমূলের জয় নিয়ে নিশ্চিত মুকুলবাবুর কথায়, “আগে চূড়ান্ত বিশৃঙ্খলা সত্ত্বেও কোনও পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়নি। আর এখন শান্তি বজায় থাকা সত্ত্বেও সিপিএম-কংগ্রেস-বিজেপি-নির্বাচন কমিশন চক্রান্ত করেছে।” |
রাজনৈতিক নেতাদের আনাগোনায় সরগরম দুই জেলা। সভা করলেন রাহুল সিংহ, সূর্যকান্ত মিশ্র। |
অন্য দিকে, এ দিনই হাওড়ার শ্যামপুরে নির্বাচনী সভায় এসে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের বক্তব্য, “পঞ্চায়েত ভোট যদি না হয়, তা হলে দায়ী হবে রাজ্য সরকার। আমরা সে জন্য বৃহত্তর আন্দোলনে যাব। দরকারে কালীঘাট পর্যন্ত যাব।” সারদা-কাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করেও এ দিন সরকারের কড়া সমালোচনা করেন সূর্যবাবু। উলুবেড়িয়াতেও এ দিন সভা করেন বিরোধী দলনেতা। |
নির্বাচন প্রচারে মুকুল রায়ের। |
উলুবেড়িয়ার বাণীবন বাজারে বিজেপির এক জনসভায় দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেন, “পঞ্চায়েত নির্বাচন করতে গেলে যত পুলিশ দরকার, সেই সংখ্যক পুলিশ রাজ্য সরকারের হাতে নেই। তাই তিনি (মুখ্যমন্ত্রী) ঠিক করেছেন, ক্যাডারদের দিয়েই ভোট করাবেন। যে সরকারের একটা কলেজ ভোট করানোর ক্ষমতা নেই, তিনি পঞ্চায়েত ভোট করাবেন কী করে?” হাটগাছাতেও এ দিন সভা করেন রাহুলবাবু।
|
ছবি: সুব্রত জানা ও মোহন দাস। |