টুকরো খবর
জওয়ানদের সঙ্গে দেখা করলেন মনমোহন
সেনা কনভয়ের উপর জঙ্গি হানার পরের দিনই কড়া নিরাপত্তায় মোড়া শ্রীনগরে পা রাখলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী। গত কালের জঙ্গি হানায় নিহত হন ৮ জন জওয়ান। আহত হন আরও ১৬ জন। মঙ্গলবার বিকেলে শ্রীনগরে আসার পর মনমোহন সিংহ যান সেনাবাহিনীর হাসপাতালে। দেখা করেন আহত জওয়ানদের সঙ্গে। এ দিন তিনি চন্দ্রভাগা নদীর তীরে একটি ৮৫০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন। সেখানে বক্তৃতা দেওয়ার সময়েও গত কালের ঘটনায় নিহত আট জওয়ানের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। আগামী কাল বানিহাল থেকে কাজিগুন্দ পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ একটি টানেলের উদ্বোধন করবেন মনমোহন এবং সনিয়া। এই টানেলের মধ্যে দিয়ে সারা বছরই ট্রেন চলাচল করতে পারবে। প্রতি বছর শীতে প্রবল তুষারপাতের ফলে গোটা দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে কাশ্মীর। কিন্তু এই টানেলটি চালু হলে আর সেই সমস্যা হবে না বলে মনে করছে প্রশাসন। এ দিন দৃশ্যতই শ্রীনগরের রাস্তাঘাট ছিল সুনসান। নাগরিকদের দাবি, বাড়ির বাইরে পর্যন্ত বেরোতে দেওয়া হয়নি। পুলিশ ও সিআরপিএফের কড়াকড়িতে খোলেনি দোকানপাটও। কাল রাত থেকে আকাশে টহল দিয়ে নজরদারি চালাচ্ছে হেলিকপ্টারও। প্রধানমন্ত্রীর কাশ্মীর সফরের বিরোধিতা করে মঙ্গলবার বন্ধ ডেকেছিল হুরিয়ত কনফারেন্স ও জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট। তাই এ দিন বিপত্তি এড়াতে গৃহবন্দি করে রাখা হয় হুরিয়তের দু’টি শাখার দুই প্রধান সৈয়দ আলি শাহ গিলানি এবং মিরওয়াইজ উমর ফারুককে।

পুলিশ সেজে বাড়িতে জঙ্গি হামলা, হত ২
খাকি উর্দি পড়ে পুলিশ সেজে মাওবাদীদের একটি বড় দল গ্রামের প্রাথমিক কৃষি সমবায়ের চেয়ারম্যানের বাড়িতে হামলা চালালো। তারা চেয়ারম্যানের দাদা এবং তাঁর এক ছেলেকে হত্যা করেছে। গুলিতে জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় নার্সিংহোমে চিকিৎসাধীন আরও এক ছেলে। ঘটনাটি মুজফ্ফরপুরের কুরনি থানার মনিকাউলি গ্রামের। পুলিশ জানিয়েছে, কাল রাত ১১টা নাগাদ মাওবাদীদের প্রায় ৫০ জনের একটি দল পুলিশের পোশাক পরে কৃষি সমবায়ের চেয়ারম্যান প্রভাস রাইয়ের বাড়িতে হানা দেয়। পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে তারা প্রথমে প্রভাসবাবুর দাদা লক্ষ্মী রাইকে গুলি করে। তাঁর ছেলে প্রদীপ এগিয়ে এলে তাঁকেও গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা ও ছেলের। এরপরে রাজু নামে আর এক ছেলেকেও তারা গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে। যাওয়ার সময় তারা লিফলেট ছড়িয়ে দিয়ে যায়। পুলিশ সুপার সৌরভ কুমার বলেন, “তল্লাশি চলছে।”

দম্পতি খুনে ধৃত
ডাইনি অপবাদে এক দম্পতিকে খুন করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার কোকরাঝাড় জেলার কচুগাঁও থানার ডেমডেমা গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বেটকা মার্ডি (৪৫) এবং স্ত্রী ঝিমরি বাস্কে (৪০)। ধৃতের নাম রাজেন সোরেন। সকলের বাড়িই এক গ্রামে। নিহত দম্পতি রাতে খাবার খেয়ে গরমের জন্য বাড়ির বারান্দায় শুয়ে ছিলেন। অভিযুক্ত সেই সময় তাঁদের ধারাল অস্ত্র দিয়ে কোপান বলে অভিযোগ। নিহতদের ছেলে ও মেয়ে ঘরে ছিল। তারা পুলিশকে সব জানায়। কোকরাঝাড়ের পুলিশ সুপার সুনিল কুমার জানান, প্রাথমিক তদন্তেমনে হচ্ছে ডাইনি সন্দেহে ওই দম্পতিকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে। ধৃত যুবক বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ওই দম্পতির জন্যই তাঁর ওই দশা হয় বলে তিনি সন্দেহ করেন। বিষয়টি নিয়ে গ্রামে একটি সভা হয়।

অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত ৩
একটি অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে তিন মহিলার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে আজ সকালে দ্বারভাঙার মবি থানার ৫৭ নম্বর জাতীয় সড়কের দিল্লি মোড়ের কাছে। এই ঘটনার পরে ক্ষতিপূরণের দাবিতে এলাকার মানুষ জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে গিয়ে রাস্তা অবরোধ তোলেন। পুলিশ জানিয়েছে, আজ ভোরে একটি খালি অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে নেমে পড়ে। সেখানে তিন মহিলা শৌচ কাজ করছিলেন। গাড়িটি তাঁদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান এক মহিলা। বাকি দু’জনের মৃত্যু হয় হাসপাতালে।

গোষ্ঠী সংঘর্ষ
দু’টি নাগা জঙ্গি গোষ্ঠীর লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোহিমার নামনি চাঁদমারি এলাকা। আজ সকাল থেকে এনএসসিএন (খাপলাং) ও এনএসসিএন (খুলে-কিতোভি) গোষ্ঠীর মধ্যে দফায় দফায় গুলির লড়াই হয়। খাপলাং গোষ্ঠীর ক্যাপ্টেন মেদোনেজিও আঙ্গামি ও খুলে-কিতোভি গোষ্ঠীর মেজর বালি আঙ্গামি গুলিতে জখম হন। জঙ্গি বুলেটে ক্ষতিগ্রস্ত হয় নাগা ছাত্র সংস্থার সহকারী সাধারণ সম্পাদকের গাড়ি। গত কালও জুনেবটো এলাকায় দু’টি গোষ্ঠীর মধ্যে লড়াই হয়। এক নিরীহ নাগরিক গুলিতে জখম হন।

কংগ্রেসের হাতে
বিধানসভা ও পঞ্চায়েতের পরে পুরসভার ভোটেও ক্ষমতা দখল করল কংগ্রেস। এক দশক পরে হওয়া গুয়াহাটি পুরসভার ভোটে, মোট ৩১টি ওয়ার্ডের মধ্যে ১৯টি ওয়ার্ডে কংগ্রেসের জয় দলের ভিতরে মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের হাত শক্ত করল।

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত ওসি ও দুই কনস্টেবল
ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে মারা গেলেন থানার অফিসার ইন-চার্জ সহ দুই পুলিশ কর্মী। আহত আরও চার পুলিশ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাজারিবাগ জাতীয় অভয়ারণ্যের কাছে। হাজারিবাগ পুলিশ জানাচ্ছে, দুর্ঘটনায় মারা গিয়েছেন হাজারিবাগ জেলার বরকথা থানার ওসি বালেশ্বর তিওয়ারি ও ধনপত সিংহ ও সেলিম আখতার নামে দুই কনস্টেবল। দুপুরে ওই পুলিশরা হাজারিবাগে জেলা পুলিশের সদর দফতরে এসেছিলেন। ফেরার পথে অভয়ারণ্যের কাছে বেপরোয়া গতিতে একটি ট্রাক এসে পুলিশের গাড়িটিকে ধাক্কা মারে। ট্রাকটিকে আটক করেছে পুলিশ। গ্রেফতার চালকও।

পাওয়া গেল সিসিটিভি ফুটেজ
মণিপাল বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ হাতে এল কেরল পুলিশের। তাতে দেখা যাচ্ছে, ঘটনার দিন রাত সাড়ে এগারোটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের বাইরে বেরিয়ে যাচ্ছে একটি অটোরিকশা। সিসিটিভি ফুটেজে অবশ্য অটোরিকশা নম্বর প্লেটটি স্পষ্ট নয়। মঙ্গলবার কেরল পুলিশ ঘোষণা করেছে, অপরাধীদের খোঁজ দিলে মিলবে ২ লক্ষ টাকা পুরস্কার।

পুরনো খবর:

কানিমোঝিরই পাশে
রাজ্যসভা নির্বাচনে করুণানিধি-কন্যা কানিমোঝির পক্ষেই ভোট দেবেন তামিলনাড়ুর ৫ কংগ্রেস বিধায়ক। লোকসভা ভোটের কথা ভেবেই হাইকম্যান্ডের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.