|
|
|
|
ব্যবসায়ী হত্যাকে কেন্দ্র করে পথে নামলেন ব্যবসায়ীরা |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
চার দিন কেটে গিয়েছে। জামশেদপুরের গোলমুড়ি বাজারের চাল ব্যবসায়ী খুনের ঘটনায় এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রতিবাদে আজ রাস্তায় নামল সিংভূম বণিক সভা। পূর্ব সিংভূমের ব্যবসায়ীদের নিয়ে বণিক সভা আজ প্রতিবাদ মিছিল বের করে। দ্রুত আততায়ীদের গ্রেফতারের দাবিতে বণিক সভার তরফে জেলাশাসক অমিতাভ কৌশলকে স্মারকলিপিও দেওয়া হয় ।
বণিক সভার সহ-সভাপতি সুরেশ সানথালিয়ার অভিযোগ, জামশেদপুর প্রশাসন ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তিনি বলেন, “ঝাড়খণ্ড সরকার বিক্রয় কর কিংবা আয়কর বাবদ সারা বছর যা রোজগার করে, তার পঞ্চাশ শতাংশই ওঠে জামশেদপুর থেকে। এখানে এত বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন। টাটার মতো একটা এত বড় প্রতিষ্ঠান রয়েছে। এখানকার মানুষের নিরাপত্তার জন্য যা ব্যবস্থা রাখা প্রয়োজন প্রশাসনের তরফ থেকে তা এখানে দেওয়া হচ্ছে না।” আজ সকালে সিংভূম বণিক সভার প্রতিবাদ মিছিলে ব্যবসায়ীরা তো ছিলেনই। পথে নামেন সাধারণ মানুষও। বাগে জামশেদ চক থেকে মিছিল বের করা হয়। পরে জেলাশাসকের সঙ্গে দেখা করেন ব্যবসায়ীরা। |
|
বণিক সভার প্রতিবাদ মিছিল। মঙ্গলবার। ছবি: পার্থ চক্রবর্তী |
গত শুক্রবার রাতে গোলমুড়ির বাসিন্দা, চাল ব্যবসায়ী বিনোদ অগ্রবাল বর্মা মাইনস এলাকা থেকে ব্যবসার টাকা নিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁর সঙ্গে নগদ চার লক্ষ টাকা ছিল। টিউব গেটের কাছে কয়েকজন দুষ্কৃতী তাঁর রাস্তা আটকায়। বিনোদের কাছ থেকে দুষ্কৃতীরা টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে তিনি বাধা দেন। দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়। শনিবার সকালে টাটা মেন হাসপাতালে আহত ওই ব্যবসায়ী মারা যান।
ঘটনার পর চারদিন কেটে গেলেও কেন এ পর্যন্ত কাউকে ধরা গেল না তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ। মুখ খুলতে চাননি পূর্ব সিংভূমের জেলাশাসকও। তিনি বলেন, “অনুমানের ওপরে ভিত্তি করে আমরা কিছু বলতে চাই না। তদন্ত শেষ হলে সবই জানানো হবে।” জেলার এসএসপি রিচার্ড লাকরা বলেন, “ঘটনার তদন্ত চলছে। আততায়ীরা ধরা পড়বেই।” |
|
|
|
|
|