বাজারে এ নিয়ে জল্পনা ছিলই। এ বার তার অবসান ঘটিয়ে ব্ল্যাকবেরি নিজস্ব সফটওয়্যার পরিষেবা প্রতিযোগী সংস্থার সঙ্গে ভাগ করে নিতে রাজি হল। অর্থাৎ ব্ল্যাকবেরির যে-পরিষেবার মাধ্যমে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার অভ্যন্তরীণ নেটওয়ার্ক তৈরি হয়, সেই পরিষেবা এখন থেকে শুধু ব্ল্যাকবেরি হ্যান্ডসেটেই মিলবে, তা নয়। অ্যানড্রয়েড ও অ্যাপল-এর হ্যান্ডসেটেও এই সুবিধা পাওয়া যাবে। ভারত-সহ বিশ্বের সব বাজারেই এই সুবিধা চালু করে দিল ব্ল্যাকবেরি।
বেশ কিছুদিন ধরেই প্রতিযোগিতার মুখে স্মার্টফোনের বাজার হারাতে শুরু করেছিল ব্ল্যাকবেরি। সংশ্লিষ্ট মহলের মতে, সেই জায়গা ফিরে পেতেই নিজেদের সফটওয়্যার অ্যানড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের জন্য খুলে দিচ্ছে ব্ল্যাকবেরি। মোটা অঙ্কের লাভ রেখেই সরকারি-বেসরকারি সংস্থাগুলিকে এই সফটওয়্যার পরিষেবা দেবে তারা। যে-কোনও সংস্থার নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করার ক্ষেত্রে এই সুবিধা কাজে আসবে। কর্মীদের স্মার্টফোন অ্যানড্রয়েড বা অ্যাপল, যা-ই হোক, নিজস্ব নেটওয়ার্ক-এর ক্ষেত্রে ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিস ব্যবহার করা যাবে অনায়াসেই। এক কথায় হ্যান্ডসেট-এর অপারেটিং সিস্টেম-এর সীমাবদ্ধতা দূর করতেই এই পদক্ষেপ করেছে ব্ল্যাকবেরি। পাশাপাশি এই সফটওয়্যার-এর ব্যবহার বাড়িয়ে নিজেদের হ্যান্ডসেটের বাজার বৃদ্ধিও তাদের অন্যতম ব্যবসায়িক কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিস১০ নামে প্রযুক্তি চলতি বছরের জানুয়ারি মাসে চালু করেছে সংস্থা। এর মাধ্যমেই নয়া সুযোগ-সুবিধা পাওয়া যাবে। সংস্থার দাবি, ৬০% ফরচুন৫০০ তালিকাভুক্ত সংস্থা এই প্রযুক্তি ব্যবহার করছে। সংশ্লিষ্ট মহলের মতে, স্মার্ট ফোনের তুলনায় পরিষেবার দিকেই বেশি নজর দিচ্ছে ব্ল্যাকবেরি। |