বিদেশি লগ্নিকারীদের কাছে ভারতের বাজারকে আকর্ষণীয় করতে তাদের নথিভুক্তি ও অন্যান্য আইন সরল করল সেবি। বিশেষ করে সরকারি সংস্থা, বিমা কোম্পানি, বিশ্ববিদ্যালয়, সম্পদ পরিচালনা ইত্যাদির জন্য তা প্রযোজ্য হবে। প্রসঙ্গত, সম্প্রতি ভারত থেকে বিপুল লগ্নি তুলে নিচ্ছে বিদেশিরা। তা ঠেকাতেই এই সিদ্ধান্ত, জানান বিশেষজ্ঞরা। অন্য দিকে বাজার চাঙ্গা করতে শেয়ার না-ছেড়েও নতুন সংস্থা ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগকে স্টক এক্সচেঞ্জে সরাসরি নথিভুক্ত হওয়ার অনুমতি দিল সেবি। পাশাপাশি, নয়া উদ্যোগে পুঁজি সরবরাহকারী সংস্থা বা ‘এঞ্জেল ইনভেস্টর’-রা শুধু ভারতীয় সংস্থাকেই অর্থ জোগাত পারবে। তা-ও তিন বছরের বেশি পুরনো সংস্থাকে নয়।
|
অ্যাপলকে পেটেন্ট ব্যবহারে বাধা দেওয়া নিয়ে অভিযোগ মুছতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা নিয়ন্ত্রকের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করল স্যামসাং। অভিযোগ, অ্যাপলকে ওই প্রযুক্তি ব্যবহার থেকে আটকাতে বাজারে নিজেদের জোরালো অবস্থানকে ব্যবহার করেছিল তারা। |