টুকরো খবর
আর্ট গ্যালারি নিয়ে প্রতিবাদ জেলাশাসককে
সরোজেন্দ্র দেব রায়কত কলাকেন্দ্র তথা জলপাইগুড়ির আর্ট গ্যালারির বেসরকারিকরণের প্রতিবাদ জানিয়ে জেলা শাসককে স্মারকলিপি দিয়েছেন শহরের শহরের নাট্যদলের সদস্য-সহ সাংস্কৃতিক কর্মীরা। জলপাইগুড়ির কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মাও উপস্থিত ছিলেন। জলপাইগুড়ির সাংস্কৃতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা না করেই শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কতৃপক্ষ তথা এসজেডিএ, কলাকেন্দ্রকে বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে তাঁদের অভিযোগ। আজ বুধবার সকালে কলাকেন্দ্র চত্বরেই প্রতিবাদের আয়োজন করেছে শহরের কয়েকটি সাংস্কৃতিক গোষ্ঠী। সাহিত্যিক উমেশ শর্মা, পুরসভার ভাইস চেয়ারম্যান তথা নাট্যকর্মী পিনাকী সেনগুপ্ত শিল্পী নীহার মজুমদার, শৈবাল গুপ্ত-সহ অন্যরাও এ দিন উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের অনেকে কলাকেন্দ্রের বাণিজ্যিক ব্যবহার নিয়ে আপত্তি তুলেছেন। তবে কলাকেন্দ্রে শুধুমাত্র ভাল, রুচিশীল সিনেমা দেখানো হলে অনেকেই তাদের আপত্তি না থাকার কথা জানিয়েছেন। জলপাইগুড়ি সাংস্কৃতিক কলাকেন্দ্র রক্ষা মঞ্চ নামে একটি কমিটি তৈরি করা হয়েছে। মঞ্চের তরফেই এদিন স্মারকলিপি দেওয়া হয়েছে। সুখবিলাসবাবু বলেন, “জলপাইগুড়িবাসীকে অন্ধকারে রেখে এই প্রতিষ্ঠানটিকে বাণিজ্যিক সংস্থার হাতে তুলে দিয়ে শহরবাসীর স্বপ্ন আবেগ ও আত্মমর্যাদায় আঘাত করা হয়েছে।”

পুরনো খবর:

ঋতুপর্ণ স্মরণে
লিটল ম্যাগাজিন ‘জ্বলদর্চি’র ঋতুপর্ণ ঘোষ সংখ্যা প্রকাশিত হল। সোমবার রাতে পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশ করেন চিত্রশিল্পী বিশ্ব বন্দ্যোপাধ্যায়। ‘জ্বলদর্চি’র সম্পাদক ঋত্বিক ত্রিপাঠীর কথায়, “সিনেমার পাশাপাশি বাংলা গদ্যেও এনেছেন নতুন মেজাজ, অনন্য ভাষারীতি। ‘জ্বলদর্চি’র বিশেষ সংখ্যা ‘কেন লিখি’তে (দ্বিতীয় খণ্ড) তিনি সন্মানীয় আমন্ত্রিত লেখক ছিলেন। তাঁর হঠাৎ চলে যাওয়ায় আমরা তাঁর লেখা থেকে বঞ্চিত থেকে গেলাম।”

স্ত্রীর ভাবনা
ড্যানিয়েল ক্রেগ অবসর নিলে জেমস বন্ড সিরিজের ছবিগুলিতে অভিনয়ের জন্য তাঁর স্বামীই মানানসই। মঙ্গলবার এমন দাবি করলেন ফুটবল তারকা ডেভিড বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া।



আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের সূচনায় কচিকাঁচাদের সঙ্গে রাজ্যপাল এম কে নারায়ণন।
রয়েছেন শ্যামলকুমার সেন। মঙ্গলবার, নন্দনে। ছবি: দেবাশিস রায়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.