বিনোদন সাড়া জাগানোর পঞ্চাশ,
বাদল-উৎসব সিউড়িতে
মল কমল বিমল...
‘এবং ইন্দ্রজিৎ’।
বাংলা নাট্যের অমল কমল বিমল-দের থেকে একেবারেই আলাদা হয়ে গিয়েছিলেন বাদল সরকার, ঠিক পঞ্চাশ বছর আগে, ‘এবং ইন্দ্রজিৎ’ লিখে। ব্যতিক্রমী সেই নাটকের সুবর্ণজয়ন্তীতে বাংলায় থার্ড থিয়েটারের জনক বাদল সরকারের ছ’টি নাটক নিয়ে বছরব্যাপী এক অভিনব উৎসবের আয়োজন করেছে ‘বীরভূমের আনন’। আর এমন ব্যতিক্রমী উৎসবের সূত্রে কলকাতাকে পিছনে ফেলে এগিয়ে গেল জেলার নাট্যচর্চা, মনে করছে সমালোচকমহল।
সম্প্রতি সিউড়ির রামকৃষ্ণ সভাগৃহে এই বাদল-উৎসবের দ্বিতীয় নাটক ‘এবং ইন্দ্রজিৎ’-এর অভিনয় হয়ে গেল। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যে ছ’টি নাটক অভিনীত হবে সেগুলি হল ‘শনিবার’, ‘এবং ইন্দ্রজিৎ’, ‘পাগলা ঘোড়া’, ‘সারারাত্তির’, ‘কবি কাহিনী’ এবং ‘খাট মাট ক্রিং’। নাটকগুলির রচনাকাল ১৯৫৯ থেকে ১৯৮৩।
কিন্তু কেন বাদল সরকার? নির্দেশক বাবুন চক্রবর্তী বলছেন, “আজকের অস্থির সময়ের সঙ্গে কোথাও একটা বাদলবাবুর নাটকগুলির যোগাযোগ খুঁজে পেয়েছি আমরা। তাই তাঁর ছ’টি নাটক নিয়ে এই উৎসবের আয়োজন। তাঁর নাটক এই মুহূর্তে ভীষণ প্রাসঙ্গিক।”
১৯৫৬-য় বাদল সরকারের প্রথম নাটক ‘সলিউশন এক্স’ লেখা হয়। তবে মৌলিক নয়, নাটকটি লেখা হয়েছিল ‘মাঙ্কি বিজনেস’ সিনেমা অবলম্বনে। তার পরে বাদলবাবু আরও চারটি মৌলিক নাটক লিখলেও তাঁকে সর্বভারতীয় খ্যাতি এনে দেয় ১৯৬৩-তে লেখা ‘এবং ইন্দ্রজিৎ’ই। ‘বহুরূপী’ পত্রিকায় ১৯৬৫-তে নাটকটি প্রকাশিত হয়। কিন্তু নাটক লিখবেন বলেই এ নাটক লেখা হয়নি, এ নাটকের বীজ ছিল নাট্যকারের প্রথম প্রবাসজীবনে লেখা কবিতা ও ডায়েরিতে।
বীরভূমের আননের ‘এবং ইন্দ্রজিৎ’-এর একটি দৃশ্যে
তথাগত চক্রবর্তী ও সায়নী চৌধুরী। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।
নাট্যকার নিজেই লিখেছেন, ‘কোনও রকম নির্দিষ্ট পরিকল্পনা না করেই লিখে চললাম। যেন একটা কবিতা থেকে পরের কবিতায় পৌঁছনো, মাঝখানটা সংলাপ দিয়ে ভরা।...থিয়েটার করি তখন, কিন্তু এটা মঞ্চস্থ করার কথা ভাবিনি, কারণ এটাকে নাটক বলে ধরিনি, এ যেন নিজস্ব ডায়েরি।’
‘এবং ইন্দ্রজিৎ’ বাদল সরকারের কাছ থেকে নিয়ে ‘বহুরূপী’তে প্রকাশের জন্য শম্ভু মিত্রকে দিয়েছিলেন শমীক বন্দ্যোপাধ্যায়। নাট্যকারের বিশেষ ঘনিষ্ঠ এই নাট্য-সমালোচক বললেন, “নাটকটা শম্ভু মিত্র মঞ্চস্থ করবেন বলে ঠিক করেছিলেন। পরে শৌভনিক করেছিল। তা বহু বছর চলেছিল, জনপ্রিয়ও হয়। কিন্তু এমন দু’একটি বিচ্ছিন্ন উদাহরণ বাদ দিলে বাংলার মেনস্ট্রিম থিয়েটারমহল বাদলবাবুকে বরাবরই এলিয়েন করে রেখেছে। এমনকী একসময় তাঁর নাট্যধারাকে আক্রমণ করে একটি পুরো সংখ্যা প্রকাশ করে কলকাতার একটি থিয়েটারপত্রিকা। এই প্রেক্ষিতে, এবং ইন্দ্রজিৎ-এর সুবর্ণজয়ন্তীতে বাদল সরকারের সেরা নাটকগুলো নিয়ে বছরভর উৎসব হচ্ছে সিউড়িতে, খবরটা গর্বের, লজ্জারও। সর্বভারতীয় ভাবে খ্যাতনামা নাট্যকারকে নিয়ে পশ্চিমবঙ্গেও সিরিয়স কাজ হল এটা গর্বের। কলকাতার থিয়েটারমহলে এমন একটা উদ্যোগের কথা কেউ ভাবলেন না, এটা লজ্জার।”
‘এবং ইন্দ্রজিৎ’-এ তথাকথিত কোনও ‘নাটক’ নেই। শিক্ষিত শহুরে মধ্যবিত্ত সেখানে তার সংশয় আর গ্লানি নিয়ে আত্মসমীক্ষার মুখোমুখি। নাটকীয় উত্তেজনা ছাড়া এমন নাটক কতটা নিলেন দর্শকেরা? রামকৃষ্ণ সভাগৃহে ১৫০ জনের বসার ব্যবস্থা আছে। শনিবার ও এবং ইন্দ্রজিৎ দুটো নাটকের অভিনয়ই হাউসফুল হয়েছিল। দৃশ্যতই উচ্ছ্বসিত বাবুনবাবু বললেন, “অন্য ধারার নাটক হলেও এই সময়টা সেই সময়ের সঙ্গে মিলে গিয়েছে বলেই দর্শকের এমন সাড়া পেয়েছি।”
সেটাই প্ররণা জুগিয়েছে। বাদল-উৎসবের বাকি নাটকগুলি মঞ্চস্থ করার তোড়জোড় এখন চলছে পুরোদমে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.