পাস কোর্সে ছাত্রী ভর্তির সময় বর্ধিত হারে চাঁদা তোলার অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষ হল বর্ধমান মহিলা কলেজে।
মঙ্গলবার দুপুরে ওই সংঘর্ষে চার জন ছাত্রী আহত হয়েছেন। এঁদের মধ্যে বিএ তৃতীয় বর্ষের ছাত্রী রূপসা খাতুনকে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। অধ্যক্ষ সুকৃতি ঘোষাল পুলিশে খবর দিলে বর্ধমান থানা থেকে পুলিশ এসে বহিরাগতদের কলেজ চত্বর থেকে বের করে দেয়। |
হাসপাতালে ছাত্রী। —নিজস্ব চিত্র। |
কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অনামিকা মণ্ডল বলেন, “ছাত্র সংসদের বিদায়ী সাধারণ সম্পাদক, বর্তমান সহ-সভাপতি অজন্তা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়েই বহিরাগতেরা হামলা চালিয়েছে। ওরা আমাদের তোলা চাঁদাও কেড়ে নিয়েছে।” অজন্তা বন্দ্যোপাধ্যায়ে বলেন, “প্রতি বছরই আমরা ভর্তি হতে আসা ছাত্রীদের থেকে ১০ টাকা করে চাঁদা নিই। সেই টাকা দিয়ে দুঃস্থ ছাত্রীদের সাহায্য করা হয়। কিন্তু অনামিকারা এ বার এই চাঁদা ৫০ টাকা করে দেওয়ায় আমরা প্রতিবাদ জানাই। তার জেরেই ওরা আমাদের মারধর করেছে।” কলেজের অধ্যক্ষ বলেছেন, “কাল থেকে কলেজে বহিরাগতদের কাউকেই ঢুকতে দেওয়া হবে না। যারা চাঁদা তুলছে তাদের বিরুদ্ধে অভিযোগ করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” বর্ধমান থানার আইসি দিলীপকুমার গঙ্গোপাধ্যায় বলেছেন, “এই দিনের ঘটনা নিয়ে কোনও পক্ষই অভিযোগ করেনি। তাই কারও বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়নি। তবে কলেজটিতে যাতে ফের অশান্তি না হয়, সেদিকে আমরা নজর রাখছি।” |