অষ্টম শ্রেণির এক ছাত্রের নিখোঁজের ঘটনায় ওই ছাত্রের পাঁচ বন্ধুকে গ্রেফতার করেছে হিরাপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে তিনজন তার সহপাঠী। বাকি দু’জন একই স্কুলের নবম ও দশম শ্রেণির ছাত্র। নিখোঁজের পরিবারের তরফে এই পাঁচজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বুধবার আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বার্নপুরের রিভারসাইড এলাকার একটি ইংরাজী মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সোনু সিংহ গত ১৫ জুন থেকে নিখোঁজ। ওই দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি সে। তার পরিবাররে তরফে প্রথমে বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করা হয়। কিন্তু কোনও হদিশ না মেলায় হিরাপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। কিছুদিন পরে পরিবারের লোকজনেরা জানতে পারেন, নিখোঁজের দিন সোনুর সঙ্গে তার স্কুলেরই তিন সহপাঠী ও নবম ও দশম শ্রেণির দুই বন্ধু ছিল। অর্থাত্ তাদের ছ’জনের মধ্যে পাঁচজন ঠিকঠাক বাড়িতে ফিরে এলেও সোনু ফিরে আসেনি। এরপরই সোমবার হিরাপুর থানায় ওই পাঁচ বন্ধুর বিরুদ্ধে একটি খুনের মামলা রুজু করেন সোনুর মামা চন্দ্রশেখর সিংহ। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এসিপি (পশ্চিম) তন্ময় মুখোপাধ্যায় বলেন, “পাঁচজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। তাদের গ্রেফতারও করা হয়েছে।” তন্ময়বাবু আরও জানান, ওই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ওইদিন সোনু-সহ ওই ছয় ছাত্র দামোদরে স্নান করতে যাওয়ার পরিকল্পনা করে। সঙ্গে একটি ফুটবলও নিয়ে যায় তারা। স্নানের আগে তারা নদীতে ফুটবল খেলার সময় বলটি গভীরে চলে যাওয়ায় সেটি আনতে গিয়ে সোনু-সহ আরও দু’জন তলিয়ে যেতে থাকে। পরে দু’জন কোনওভাবে উঠে আসতে পারলেও সোনু তলিয়ে যায়। পুলিশ দেহ উদ্ধারের কাজ শুরু করেছে। রানিগঞ্জের মেজিয়া পর্যন্ত তল্লাশি করা হচ্ছে। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেহ উদ্ধার হয়নি। |