এক যুবকের দেহ উদ্ধারের দু’দিন পরে মূল অভিযুক্তকে গ্রেফতার করল রানিগঞ্জ পুলিশ। সোমবার রাতে রানিগঞ্জ থেকে তাকে ধরা হয়। ধৃত বিকি মাহাতোকে মঙ্গলবার আসানসোল আদালতে তোলা হলে তার সাতদিনের পুলিশি হেফাজত হয়। পুলিশ জানিয়েছে, ২২ জুন নেপালিধাওড়ার কাছে একটি পুকুর পাড় থেকে রানিগঞ্জের হাটতলা দেবীস্থানের বাসিন্দা মিঠু শর্মার মাটি চাপা দেওয়া দেহ মিলেছিল। মিঠুবাবু সাত দিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁর বৌদি আশাদেবী খুনের অভিযোগ করেন। পুলিশ ওই এলাকারই বাসিন্দা বিকিকে গ্রেফতার করে। পুলিশের দাবি, ধৃত জেরায় তার অপরাধের কথা স্বীকার করেছে। বিকির কাছে পুলিশ জানতে পেরেছে, তারা তিন জন মিলে মিঠুকে হত্যা করেছে। ১৫ জুন সন্ধ্যায় মিঠুর সঙ্গে তাদের তিন জনের বচসা হয়। তাঁকে তারা নেপালিধাওড়ার কাছে নিয়ে গিয়ে প্রথমে পাথর দিয়ে মারে। পরে শ্বাসরোধ করে খুন করে। এর পরে দেহ পুঁতে ফেলে তারা। কিন্তু দেহ ফুলে ওঠায় একটি পা মাটি থেকে বাইরে চলে আসে। ২২ জুন সকালে এলাকার কিছু ছেলে ক্রিকেট খেলতে গিয়ে পাশেই পুকুরপাড়ে এটি দেখতে পায়। এর ভিত্তিতেই পুলিশ গিয়ে সেখান থেকে দেহটি উদ্ধার করে।
|
দুই পাড়ার সংঘর্ষে এসিপি-সহ তিন পুলিশকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ আসানসোল উত্তর থানার রেলপাড় এলাকায় কসাই মহল্লা ও লালচকের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল) অজয় প্রসাদ।
তবে পুলিশ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কসাই মহল্লার বাসিন্দা একদল যুবক পুলিশকে লক্ষ্য করে ইঁট পাটকেল ছুড়তে থাকে বলে অভিযোগ। ইঁটের গায়ে আহত হন এসিপি অজয় প্রসাদ-সহ জনা তিনেক পুলিশ কর্মী। পরে পুলিশ লাঠি উঁচিয়ে উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করে। কয়েকটি কাঁদানে গ্যাসের শেলও ফাটাতে হয়। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশ অবস্থা নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে বাহিনী নিয়ে যান কমিশনারেটের এডিসিপি সুরেশ কুমার। পুলিশ জানিয়েছে, এলাকায় পরিবেশ থমথমে। তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রনে।
|
কারখানায় থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক যুবক। রবিবার রাতে জামুড়িয়ার ঘটনা। মঙ্গলবার জামুড়িয়ার ইকড়া স্টেশন এলাকার বাসিন্দা আহত মিঠুন মাজির মা মিনুদেবী জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করে দোষিদের শাস্তির দাবি করেন। মিনুদেবী জানান, রবিবার রাত আটটা নাগাদ এলাকার একটি স্পঞ্জ আয়রণ কারখানায় কাজ করে তাঁর ছেলে বাড়ি ফিরছিলেন। কারখানার অদূরে হঠাত্ মিঠুনকে গুলি কারা গুলি করে। মিঠুনবাবুর বাঁ হাতে গুলি লাগে। চিত্কারে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসীদের সাহায্যে মিঠুনকে একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
|
বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় জখম হলেন অটোর ছয় যাত্রী। মঙ্গলবার কুলটির নিয়ামতপুর নিউরোডের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রথমে স্থানীয় বাসিন্দারা, পরে পুলিশ গিয়ে জখমদের উদ্ধার করে। আহতেরা আসানসোল হাসপাতালে ভর্তি। এক জনের অবস্থা আশঙ্কাজনক।
|
মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ দিল্লি হাওড়া গ্রান্ড কর্ড রেললাইনে আসানসোলের ছাতাপাথরের কাছে দুর্ঘটনাটি ঘটে। রেল পুলিশ জানায়, মৃতের নাম মদন বাউড়ি (৭০)। স্থানীয় বাসিন্দা তিনি। |
দুর্গাপুর
‘ইন্সপায়ার ক্যাম্প অন বেসিক সায়েন্স ২০১৩’। এসএসি, এনআইটি। সকাল ১০টা।
উদ্যোগ: ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনলোজি, দুর্গাপুর।
ফুটবল প্রতিযোগিতা। অআকখ মাঠ। বিকাল ৪টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।
অন্ডাল
ফুটবল প্রতিযোগিতা। উখড়া ফুটবল মাঠ। বিকাল ৩টা। উদ্যোগ: উখড়া ফুটবল অ্যাকাডেমি।
কুলটি
ফুটবল প্রতিযোগিতা। মিঠানী মাঠ। বিকাল ৪টা। উদ্যোগ: মিঠানী ইউসি। |