|
|
|
|
দীপার সভায় ভিড়, ভাল ফল নিয়ে আশাবাদী কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
পঞ্চায়েতের প্রচার সভায় ভিড় দেখে উত্তর দিনাজপুর জেলায় ভাল ফল করার ব্যাপারে উৎসাহী কংগ্রেস। রবিবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের হলদিবাড়ি এলাকায় ওই জনসভায় যোগ দিয়েছিলেন রায়গঞ্জের কংগ্রেস সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি।
কংগ্রেসের দাবি ওই সভায় পনেরো হাজারেরও বেশি লোক হয়েছিল। জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, “রাজ্যে সম্প্রতি যে সব ঘটনা ঘটেছে তাতে তৃণমূল শাসনের স্বরূপ মানুষ বুঝতে পারছেন। আমাদের সভায় এই বিপুল ভিড় ও জনসমর্থন তারই প্রতিফলন।” তৃণমূল ও সিপিএম অবশ্য ভিড়ের দাবিকে গুরুত্ব দেয়নি।
দীপাদেবী ওই সভায় বলেন, “গত দু’বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক স্বার্থে এইমসের ধাঁচে হাসপাতালের তৈরির জন্য জমি অধিগ্রহণ করছেন না। বিষয়টি আমরা কেন্দ্রীয় সরকারকে বোঝাতে পেরেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ জমি কেনার জন্য ২২ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন। হাসপাতাল তৈরির স্বার্থে জেলা পরিষদ কংগ্রেসের দখলে থাকা অত্যন্ত জরুরি।” এর পরে সভার যোগ দেওয়া বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা জেলা পরিষদ নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ী করুন। আমি চ্যালেঞ্জ করছি, হাসপাতাল তৈরি করে দেখিয়ে দেব।”
এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের দাবি, “কংগ্রেস পাঁচ বছরে জেলা পরিষদে একাধিক দুর্নীতির পাশাপাশি ঠিকাদারি রাজ চালিয়েছে। দীপা দাশমুন্সিরা তা বুঝতে পেরে হাসপাতাল তৈরিকে হাতিয়ার করে মানুষকে বোকা বানানোর রাজনীতি শুরু করেছে। তৃণমূল জেলা পরিষদের ক্ষমতায় এলে সরকারি জমিতে হাসপাতাল তৈরি করে দেখিয়ে দেবে। মুখ্যমন্ত্রী কৃষিজমি নষ্ট করে হাসপাতাল তৈরির পক্ষে নন।”
দীপাদেবীর অভিযোগ, “জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে কংগ্রেস প্রার্থীদের হারাতে তৃণমূল ও সিপিএম ও মহাজোট করেছে।” ওই সভায় প্রদেশ কংগ্রেস নেতা নির্বেদ রায়, রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত, কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায় বক্তব্য রাখেন।
|
পুরনো খবর: এইমসের জন্য জেতান
কংগ্রেসকে, মন্তব্য দীপার |
|
|
|
|
|