প্রচারে রাজ্যের সমালোচনা
রাজ্য সরকারের সমালোচনা করে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে তরাই ও ডুয়ার্সকে জিটিএ ভুক্ত করার দাবি তুললেন মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ। সোমবার দুপুরে জয়গাঁ গোপীমোহন ময়দানে নির্বাচনী প্রচারে ওই দাবি তোলার পাশাপাশি শ্যামল সেন কমিটির রিপোর্টের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন গুরুঙ্গ। তিনি বলেন, “ডুয়ার্স তরাইকে জিটিএর অন্তর্ভুক্তির দাবি প্রসঙ্গে রাজ্য শ্যামল সেনের কমিটি গঠন করে। কিন্তু চক্রান্ত করে কমিটির রিপোর্ট পেশ করা হয়েছে।”
তিনি জানান, প্রাক্তন বিচারপতি শ্যামল সেন তরাই ও ডুয়ার্সে না গিয়ে রিপোর্ট দিয়েছেন। ত্রিস্তর পঞ্চায়েতে জিতে রাজ্য সরকারের ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করতে বাধ্য করব। এই দাবিতে টানা আন্দোলন চলবে। তরাই ডুয়ার্সে পঞ্চায়েত নির্বাচনের আসন সমঝোতা নিয়ে গুরুঙ্গ জানান, ঝাড়খন্ড মুক্তি মোর্চার সঙ্গে আমাদের আসন সমঝোতা হয়েছে। প্রায় ৫০০ আসনে প্রার্থী দিয়েছি। ২৫০টি আসনে প্রার্থী দিতে পরিনি। সেখানে কাদের সমর্থন করা হবে তা ঠিক করা হবে। তৃণমূলের সঙ্গেও আসন সমঝোতা নিয়ে কিছু ঠিক হয়নি বলে গুরুঙ্গ এদিন জানান।
সোমবার দুপুরে জয়গাঁ গোপীমোহন ময়দানে পঞ্চায়েতের
নির্বাচনী প্রচারে বিমল গুরুঙ্গ। নারায়ণ দে’র তোলা ছবি।
এ দিনের সভায় মোর্চার বিধায়ক হরকাবাহাদুর ছেত্রী, জিটিএ চেয়ারম্যান প্রদীপ প্রাধান এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চার উত্তরবঙ্গের মহাসচিব রাজু বারা উপস্থিত ছিলেন। বিধায়ক হরকা বাহাদুর বলেন, “বিমল গুরুঙ্গ ডুয়ার্সে আসায় অনেকে বন্ধ ডেকেছিলেন। পঞ্চায়েত নির্বাচনে দেখিয়ে দেব, তরাই ও ডুয়ার্স কী চায়। আর রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিয়ে কারও কিছু বলার থাকতে পারে না।” এরই মধ্যে ডুয়ার্সের গুরুঙ্গের প্রচার ঠেকাতে পাল্টা বিধায়ক, সাংসদের দ্বারস্থ হচ্ছে আদিবাসী বিকাশ পরিষদ। বানারহাটে একটি সভার পর পরিষদের তরফে বিষয়টি জানানো হয়। জনপ্রতিনিধিদের স্মারকলিপিও দেওয়ার কথা জানিয়েছে পরিষদ। পরিষদের ডুয়ার্স সভাপতি পরিমল লগুন জানান, বিধায়ক ও সাংসদদের কাছে ডুয়ার্সের শান্তি চেয়ে আজ, মঙ্গলবার থেকেই আমরা দরবার করব। গুরুঙ্গ ডুয়ার্সে থাকলে এলাকায় আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে। একই দাবিতে গত রবিবার ডুয়ার্সে ১২ ঘন্টা বন্ধ ডাকে পরিষদ নেতৃত্বাধীন ডুয়ার্স তরাই জয়েন্ট অ্যাকশন কমিটি।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.