অবশেষে স্বরূপনগরের কৈজুড়িতে একই রাতে দু’টি নারী নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার গভীর রাতে স্বরূপনগরের সীমান্তবর্তী গাবর্ডা গ্রাম থেকে শিরু মুন্সি এবং মিজানুর রহমান ওরফে ছোট নামে ওই দুই দুষ্কৃতীকে ধরা হয়। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা অপরাধের কথা কবুল করেছে। গ্রামবাসীরা এতে খুশি হলেও আতঙ্ক এখনও পুরোপুরি কাটছে না। |
পুলিশ জানায়, শিরু এবং মিজানুর বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। ধৃতদের সোমবার বসিরহাট এসিজেএম আদালতে হাজির করানো হয়। বিচারক দু’জনকেই ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। আগামী ২৭ জুন দোষীদের শনাক্তকরণের (টি আই প্যারেড) আবেদন মঞ্জুর করেছে আদালত। দু’জনের বিরুদ্ধেই এ দেশ থেকে অবৈধ ভাবে গরু নিয়ে যাওয়ার অভিযোগেও মামলা রুজু করা হয়েছে।
ঘটনার চার দিন পরে দুই দুষ্কৃতী ধরা পড়ায় খুশি গ্রামবাসীরা। কিন্তু এর পরেও গরু পাচারকারীদের দৌরাত্ম্য বন্ধ হবে না বলেই তাঁরা মনে করছেন। আতঙ্কে ইতিমধ্যেই গ্রামবাসীদের অনেকে অন্যত্র চলে গিয়েছেন। ভোজালির আঘাতে জখম ওই মহিলা বলেন, “ওই দুষ্কৃতী ধরা পড়েছে ঠিকই। কিন্তু ওদের তো দলবল থাকে। তারা হামলা করতে পারে। তাই পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছি না।” |