বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে। ছবি: সামসুল হুদা। |
নদী বাঁধ ভেঙে প্লাবিত হল গ্রাম। সোমবার সকালে বাসন্তীর দক্ষিণ রামচন্দ্রখালি গ্রামে প্রায় ২০ ফুট বাঁধ ভেঙে হোগল নদীর জল ঢুকে পড়ে। প্রচুর চাষের জমি ও মেছোভেড়ির ক্ষতি হয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার নদীবাঁধগুলি বেহাল। এ ব্যাপারে বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। বাঁধ ভাঙার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাসন্তীর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মিন্টু ইসলাম এবং সেচ দফতরের এসডিও সৌমিত্র দলপতি। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মিন্টু ইসলাম বলেন, “আমরা নদীবাঁধগুলির খারাপ অবস্থার কথা সেচ দফতরকে জানিয়েছিলাম। কিন্তু কোনও লাভ হয়নি। ফলে আজ মানুষের এই ক্ষতি হল।” অন্যদিকে, সেচ দফতরের এসডিও সৌমিত্রবাবু বলেন, “বাসন্তীর বেশ কিছু জায়গায় নদীবাঁধ দুর্বল। বিভিন্ন এলাকায় বাঁধ মেরামতির কাজও হচ্ছে। এই বাঁধটির কাজ শুরু করার আগেই বাঁধটি ভেঙে গিয়েছে। আমরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছি। আশা করছি, শীঘ্রই বাঁধটি মেরামত করা সম্ভব হবে।”
|
ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু হল এক মাদ্রাসা শিক্ষকের। সোমবার সকালে দেগঙ্গার দোগাছিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় মৃত আবু সিদ্দিকের বাড়ি পশ্চিম হাদিপুরে। এ দিন সকাল ৯টা নাগাদ আবু সিদ্দিক মোটরবাইকে আমিনপুর মাদ্রাসাতে যাচ্ছিলেন। ম্যাটাডোরটি পিছন থেকে এসে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরে ম্যাটাডোর চালককে ধরার দাবিতে স্থানীয় বাসিন্দারা শাবল, গাঁইতি দিয়ে টাকি রোড কেটে পথ অবরোধ শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে যায়। চালককে গ্রেফতার ও ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে।
এ দিন বিকেলে স্বরূপনগরের শাঁড়াপুলে বিশ্বাসপাড়া মোড়ে দু’টি গাড়ির সংঘর্ষে আহত হন তিন জন। পুলিশ জানায়, গোবিন্দপুর পঞ্চায়েতের পূর্ব পোলতা গ্রামের বাসিন্দা কংগ্রেস প্রার্থী আসরাফ মোল্লা দলীয় কর্মী রফিকুল সর্দারকে নিয়ে গাড়িতে তেঁতুলিয়া যাচ্ছিলেন। উল্টো দিক থেকে একটি বাসের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। আসরাফ, রফিকুল ও গাড়ির চালক বাবলু মণ্ডল আহত হন।
|
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন পঞ্চায়েত ভোট বন্ধ রাখতে, আর হয়তো সেটাই হতে চলেছে। সোমবার বিকেলে বাগদার হেলেঞ্চাতে এক কর্মিসভায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের সম্পাদক গৌতম দেব এমনই মন্তব্য করেছেন। তিনি বলেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, ২ জুলাই ভোট হবে কিনা, আজকেও তার উত্তর দিতে পারব না।” এই প্রথম বাগদা ব্লকে এলেন গৌতমবাবু। তিনি আরও বলেন, “নির্বাচন যদি না হয়, তার জন্য যাতে মমতার ঘাড়ে যাতে দোষ না পড়ে, সে জন্য লোক দেখানো নির্বাচনী সভা করে বেড়াচ্ছে।” পঞ্চায়েত নির্বাচনের সভা কার্যত লোকসভা ভোটেরই প্রস্তুতিপর্ব বলে জানান গৌতমবাবু। পঞ্চায়েত ভোট না হলে লোকসভা ভোটের জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন গৌতমবাবু। তিনি বলেন, “পঞ্চায়েত ভোট হলে তৃণমূলকে শিক্ষা দেবেন। না হলে লোকসভায় শিক্ষা দেবেন। লোকসভায় নিশ্চিতভাবেই বিজেপির সঙ্গে থাকবেন মমতা।”
|
সিপিএম সমর্থক এক মহিলার শ্লীলতাহানি মারধরের অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। রবিবার রাতে ফলতার ভাতহেড়িয়া গ্রামে এই ঘটনায় দু’পক্ষই থানায় অভিযোগ করেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) অলোক রাজুরিয়া বলেন, “চার জন সিপিএম সমর্থককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।”
|
বাড়ির সামনে কলে স্নান করার সময় দুষ্কৃতীদের হাত খুন হল এক দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, নিহতের নাম কমল বড়ুয়া (৪৮)। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে, কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন ত্রিবেদী খাটাল কলোনি এলাকায়।
|
তাঁর পড়াশোনা নবম শ্রেণি পর্যন্ত। ইংরেজি লিখতে-পড়তে পারেন না। তাই তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালনে অক্ষম। তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হোক। তার বদলে তাঁকে যে-কোনও পর্যায়ের পোলিং অফিসারের দায়িত্ব দেওয়ার আবেদন জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন কলকাতায় কর্মরত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী বাবলু গায়েন। চিঠি পেয়ে কমিশনের কর্তাদের মাথায় হাত। ভাঙড় ২ নম্বর ব্লকের একটি বুথের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে বাবলুবাবুকে। তাঁর চিঠিটি কিন্তু ইংরেজিতে লেখা। তিনি লিখেছেন, তাঁর বিদ্যে নবম শ্রেণি পর্যন্ত। দায়িত্বশীল নাগরিক হিসেবে নির্বাচনের দায়িত্ব পালন করা তাঁর কর্তব্য। তাই কমিশনকে অনুরোধ, প্রিসাইডিং অফিসারের বদলে তাঁকে যে-কোনও পর্যায়ের পোলিং অফিসারের দায়িত্ব দেওয়া হোক। |