টুকরো খবর |
অপহরণে ধৃত সিপিএম কর্মী জেল হাজতে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জামিনের আবেদন খারিজ করে তৃণমূল কর্মী অপহরণের ঘটনায় ধৃত দুই সিপিএম নেতা-কর্মীকে জেল হেফাজতে রাখারই নির্দেশ দিল মেদিনীপুর সিজেএম আদালত। সোমবার আদালতে হাজির করা হলে ধৃতদের ১ জুলাই পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ হয়। গত বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন কেশপুরের এনায়েতপুরের তৃণমূল কর্মী লহরব আলি। তৃণমূলের অভিযোগ, সিপিএমের কয়েকজন ঘরছাড়া কর্মী ডেবরা বাজার থেকে তাঁকে অপহরণ করে নিয়ে গিয়েছে। এই নিয়ে ডেবরা থানায় লিখিত অভিযোগ জানানো হয়। লিখিত অভিযোগ পেয়ে পুলিশ মনতাজ আলি এবং শেখ নজরুল নামে দুই সিপিএম নেতা-কর্মীকে গ্রেফতার করে। এ দিকে, রবিবার সকালে দাদার সঙ্গে ডেবরা থানায় হাজির হন ওই তৃণমূল কর্মী। পুলিশকে তিনি জানান, তাঁকে অপহরণই করা হয়েছিল। ডেবরা থেকে মোটর বাইকে নিয়ে যাওয়া হয়েছিল মেদিনীপুরে। পরে মেদিনীপুর থেকে ফের ডেবরায় ছেড়ে দিয়ে যাওয়া হয়। ডেবরা থেকে তিনি পাঁশকুড়ায় এক আত্মীয় বাড়িতে চলে যান।
|
শিক্ষকদের দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শিক্ষক-শিক্ষিকাদের সমস্যা মেটাতে জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) দ্বারস্থ হল এবিটিএ-র জেলা কমিটি। বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে রাজ্যের বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপিও পাঠানো হয়েছে। এবিটিএ-র বক্তব্য, সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় এবং মাদ্রাসাগুলির প্রায় ৩০ হাজার শিক্ষক-শিক্ষিকা এখনও পর্যন্ত বিএড প্রশিক্ষণ সম্পূর্ণ করার সুযোগ পাননি। এই অবস্থায় নতুন সার্কুলার পাঠিয়ে ইনক্রিমেন্ট চালু রাখা-সহ ৬ দফা দাবিতে সোমবার স্মারকলিপি দেওয়া হয়। এবিটিএ-র জেলা সম্পাদক অশোক ঘোষ বলেন, “আশা করি, দাবিগুলি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে।”
|
জামিন খারিজ
নিজস্ব প্রতিবেদন |
নেতাই কাণ্ডে অভিযুক্ত তিন সিপিএম নেতা-কর্মীর জামিনের আবেদন খারিজ হয়ে গেল হাইকোর্টে। ওই তিন জন হলেন অশ্বিনী চালক, নবগোপাল সানকি, শুভেন্দু মণ্ডল। গত আড়াই বছর ধরে অবশ্য জেল হেফাজতেই রয়েছেন তাঁরা। সোমবার হাইকোর্টের বিচারপতি জয়ন্ত বিশ্বাস ও সুবল বৈদ্যের ডিভিশন বেঞ্চ তাঁদের জামিনের আবেদন খারিজ করে দেন। |
পুরনো খবর: নেতাই-কাণ্ডে অভিযুক্ত সিপিএম নেতারা পুনর্বহাল
|
|