ঘরছাড়া নেতার বাড়ির সামনে গুলি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ঘরছাড়া এক সিপিএম নেতার বাড়ির সামনে থেকে গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোতয়ালি থানার অন্তর্গত গুড়গুড়িপালে। ওই সিপিএম নেতার নাম যুগল কিশোর তুঙ্গ। তিনি বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন ধরে ঘরছাড়া তিনি। এলাকায় থাকেন না। পুলিশ সূত্রে খবর, এক নির্দিষ্ট সূত্রের খবরের প্রেক্ষিতে সোমবার সকালে যুগলবাবুর বাড়ির আশপাশ এলাকায় তল্লাশি চালানো হয়। সেই সময় ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। কার্তুজ উদ্ধারের খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। |
|
কার্তুজ উদ্ধারে ব্যস্ত পুলিশ। —নিজস্ব চিত্র। |
পুলিশকে ঘিরে সামান্য বিক্ষোভও হয়। একাংশ গ্রামবাসীর বক্তব্য, এলাকায় আরও গুলি-বন্দুক মজুত রয়েছে। তল্লাশি চালালেই তা উদ্ধার হবে। এ দিন বিকেলে গুড়গুড়িপালে যান মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি। তাঁর অভিযোগ, “অশান্তি তৈরির জন্য সিপিএম এলাকায় গুলি মজুত করে রেখেছে। আগেও ওই এলাকা থেকে গুলি-বন্দুক উদ্ধার হয়েছে।” সিপিএমের বক্তব্য, ঘটনাটি সাজানো। দলীয় নেতা-কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাতে এই চক্রান্ত। চেষ্টা করেও যুগলবাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর মোবাইল ফোনটি বন্ধ ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত অবশ্য গুলি উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। |
|