টুকরো খবর |
মিড ডে সমস্যা, স্কুলে প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মিড-ডে মিল নিয়ে সমস্যা সমাধানে নড়েচড়ে বসল জেলা প্রশাসন। সোমবার স্কুলে গিয়ে মিড-ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখলেন ওই প্রকল্পের জেলা আধিকারিক নীলাঞ্জন ভট্টাচার্য। ঠিক কী সমস্যা হচ্ছে, তা নিয়ে খোঁজখবর নিলেন। চার মাস ধরে রাঁধুনিরা বেতন না পাওয়ায় অলিগঞ্জ গালর্স হাইস্কুলে মিড-ডে মিল বন্ধ হতে বসেছিল। শহরের অন্য কয়েকটি স্কুলেও এমন সমস্যা রয়েছে। সরকার অর্থ বরাদ্দ করলেও রাঁধুনিরা বেতন পাচ্ছেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিতে গিয়েই সমস্যা। কিছু স্কুল ভুল অ্যাকাউন্ট নম্বর দিয়েছিল। আবার কিছু স্কুল নামই ভুল দিয়েছিল। সমস্যা নিয়ে সোমবার আনন্দবাজারে খবর প্রকাশিত হওয়ার পরে নড়েচড়ে বসে জেলা প্রশাসন। মিড ডে মিল প্রকল্পের জেলা আধিকারিকের অবশ্য বক্তব্য, “এটি রুটিন পরিদর্শন। প্রকল্প কী ভাবে চলছে, পরিদর্শনে গিয়ে তাই দেখা হয়েছে।” |
পুরনো খবর: বেতন পাচ্ছেন না রাঁধুনিরা বন্ধের মুখে মিড ডে মিল
|
কাউন্সিলরের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
প্রয়াত গৌরী ঘোষ।
নিজস্ব চিত্র |
মেদিনীপুর পুরসভার কাউন্সিলর গৌরী ঘোষের মৃত্যু হল। সোমবার নিজের বাড়িতেই মারা যান তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুপুরে খাবার খেয়ে শুয়েছিলেন গৌরীদেবী। অনেকক্ষণ ঘুম থেকে উঠছেন না দেখে আত্মীয়দের সন্দেহ হয়। বিকেলে ঘরে গিয়ে তাঁরা দেখেন নিথর দেহ পড়ে রয়েছে। গৌরীদেবীর বয়স হয়েছিল ৭৮ বছর। ১৯৯৮ সাল থেকে একটানা মেদিনীপুর পুরসভার কাউন্সিলর ছিলেন গৌরীদেবী। তৃণমূলের টিকিটে পুরসভায় দাঁড়ানোর পাশাপাশি লোকসভা ও বিধানসভাতেও প্রার্থী হন। পুরসভার চেয়ারপার্সনও ছিলেন দু’বার। মৃত্যুর খবর পেয়ে কাউন্সিলর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী ছাড়াও বহু সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন তাঁর বাড়িতে।
|
অপহরণ, ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নাবালিকা অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত আনন্দ সিংহের বাড়ি খড়্গপুর লোকাল থানা মির্জাপুরে। গ্রামেরই নাবালিকাকে অপহরণের অভিযোগ ওঠে আনন্দর বিরুদ্ধে। মেয়েটির পরিবার থানায় অভিযোগ করেন, ১৭ জুন ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়েছে আনন্দ। রবিবার রাতে হুগলির গোঘাটে এক আত্মীয়বাড়ি থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আনে পুলিশ।
|
বজ্রাঘাতে মৃত দুই
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বাজ পড়ে মৃত্যু হল দু’জনের। সোমবার দুপুরে শালবনির রামগনর গ্রামে দিলীপ দোলুই (১৮) ও জ্যোৎস্না দোলুই (৫২) মারা যান। জখম হন জীতেন দোলুই ও তরুণ বাকলি। তাঁরা শালবনি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, দুপুরে গ্রাম সংলগ্ন পুকুরে সকলে স্নান করতে গিয়েছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। |
|