|
|
|
|
নন্দীগ্রামে প্রহৃত এসইউসি নেতা |
হামলায় অভিযুক্ত তৃণমূল প্রার্থী ধৃত |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতা নন্দ পাত্র-সহ এসইউসি কর্মীদের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মীর সৈয়দকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। সোমবার দুপুরে নন্দীগ্রাম-২ ব্লকের আমদাবাদ এলাকার সাতেঙ্গাবাড়ি গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। আজ তাঁকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।
গত শনিবার সকালে নন্দীগ্রাম-২ ব্লকের ঘোলপুকুরিয়া বাজারে পথসভা করে ফেরার পথে আমদাবাদ এলাকার গিরিরবাজারের কাছে আক্রান্ত হয়েছিলেন নন্দবাবু সহ দলীয় নেতা-কর্মীরা। অভিযোগ, পঞ্চায়েত ভোটে নন্দীগ্রাম -২ পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী মীর সৈয়দের নেতৃত্বে তৃণমূলের লোকেরা ওই হামলা চালিয়েছিল। নন্দবাবু-সহ আহত ৭ জন এসইউসি কর্মীকে নন্দীগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। নন্দবাবুর আঘাত গুরুতর বলে পরে তাঁকে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়। এ দিকে, নন্দীগ্রামে জমি রক্ষা আন্দোলনের জোট সঙ্গী এসইউসি নেতা তথা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সম্পাদক নন্দবাবুকে মারধরের ঘটনায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েন দলের জেলা নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে তমলুক জেলা হাসপাতালে নন্দবাবুকে দেখতে যান তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী ও তৃণমূলের নন্দীগ্রাম-১ ব্লক সভাপতি মেঘনাদ পাল। সোমবার জেলা হাসপাতালে নন্দবাবুকে দেখতে আসেন নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আবু তাহের। |
|
|
|
|
|