প্রণব সুস্থই, ছবি ছাপল রাষ্ট্রপতি ভবন
সুস্থই আছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এবং তিনি যে অসুস্থ নন, বহাল তবিয়তেই রয়েছেন, তা বোঝাতে শেষ পর্যন্ত আজ তাঁর সারা দিনের ‘কর্মব্যস্ততার’ ছবি প্রকাশিত হল রাষ্ট্রপতির ওয়েবসাইটে।
ঘটনা সূত্রপাত গত কাল মধ্যরাতে। বিলেতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের তখন শেষ কয়েক ওভার বাকি। ভারতের জেতা-হারা নিয়ে টানটান উত্তেজনা। তখনই একটি বেসরকারি সংবাদ চ্যানেলে হঠাৎ ‘ব্রেকিং নিউজ’, “রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অসুস্থ। তিনি মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছেন। রাতে তাঁকে ভর্তি করা হয়েছে সেনা হাসপাতালে।”
দেশের রাষ্ট্রপতি সম্পর্কে এমন খবর শোনা গেলে উৎকণ্ঠা চাপা থাকে না। ফোনে-ট্যুইটারে খবর দ্রুত ছড়িয়ে পড়ে। রাষ্ট্রপতির সচিবালয়ের প্রেস সচিব বেনু রাজামণির কাছেও রাষ্ট্রপতির খবর জানতে চেয়ে একের পর এক ফোন আসতে থাকে।
রাতেই রাষ্ট্রপতির সচিবালয়ের তরফে জানানো হয়, দুপুরে খাওয়ার পর সামান্য হজমের সমস্যা হয়েছিল রাষ্ট্রপতির। একটু বমি বমি ভাবও ছিল। রাষ্ট্রপতির চিকিৎসক তখনই পরীক্ষা করে দেখেন আশঙ্কার কিছু নেই। তবুও ভাল করে চেক আপ-এর জন্যই তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চেক আপ সেরে আধ ঘণ্টা পরেই তিনি রাষ্ট্রপতি ভবনে ফিরে আসেন। শুধু তাই নয়, ফিরে প্রণববাবু অন্যান্য দিনের মতোই স্টাডি রুমে ডায়েরি লেখেন, বইও পড়েন।
রাষ্ট্রপতি ভবনে রেলমন্ত্রী মল্লিকার্জুন খার্গের সঙ্গে। প্রণব মুখোপাধ্যায়ের সারা
দিনের ব্যস্ততার এমন কিছু ছবিই প্রকাশিত হয়েছে তাঁর ওয়েবসাইটে।
রাষ্ট্রপতির সচিবালয়ের এক কর্তা বলেন, “প্রথম ইউপিএ সরকারের প্রতিরক্ষা মন্ত্রী থাকার সময় থেকেই সেনা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে চলেন প্রণববাবু। এমনকী ২০০৭-এ জঙ্গিপুর থেকে কলকাতা ফেরার সময় দুর্ঘটনায় যখন তিনি মাথায় আঘাত পান, তখনও তাঁকে দিল্লিতে এনে সেনা হাসপাতালেই চিকিৎসা করানো হয়। তাই কাল সন্ধ্যায় রাষ্ট্রপতির সচিব অমিতা পল তাঁকে পরামর্শ দেন, এক বার সেনা হাসপাতালে গিয়ে চেক আপ করিয়ে নেওয়া ভাল। হাসপাতালে না গেলে সেখানকার চিকিৎসকদের সরঞ্জাম নিয়ে রাষ্ট্রপতি ভবনে আসতে হতো। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে ঝামেলায় ফেলতে চাননি প্রণববাবু। নিজেই যান হাসপাতালে”
আর তাতেই রবিবার রাত দেড়টা পর্যন্ত তাঁর সচিবালয়ের কর্তাদের সামলাতে হয় একের পর এক ফোনের ঝক্কি। শেষ পর্যন্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মুখ্য তথ্য অধিকর্তা নীলম কপূরকে রাষ্ট্রপতির সচিবালয়ের তরফে জানানো হয়, তিনি যেন প্রকৃত ঘটনা জানিয়ে দেন সংবাদমাধ্যমকে।
তাতেও অবশ্য গুজব থামেনি। আজ সকাল হতেই গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে তাঁর সরকারের রেসিডেন্ট কমিশনারের মাধ্যমে শুভেচ্ছা ফুল পাঠান রাষ্ট্রপতির কাছে। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্য ও কংগ্রেস নেতারা ফোন করে রাষ্ট্রপতির খোঁজখবর নেন। এই অবস্থায় এক বার স্থির হয় যে, রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হবে, প্রণববাবুর মৃদু হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর গুজব। তবে তাতে বাধ সাধেন রাষ্ট্রপতিই। তিনি জানান, এ রকম বিবৃতি দেওয়া অর্থহীন। বরং আজ সারা দিনে যে সব বৈঠক তিনি করছেন, তার ছবি রাষ্ট্রপতির ওয়েবসাইটে দিয়ে দিলেই সকলে সত্যিটা জানতে পারবে। শেষ পর্যন্ত তা-ই করা হল। আজ কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী চন্দ্রেশ কুমারী কাটোচ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ পাচৌরি ও রেলমন্ত্রী মল্লিকার্জুন খার্গে রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রণববাবুর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের ছবি বিকেলের মধ্যেই প্রকাশিত হয় ওয়েবসাইটে।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.