টুকরো খবর
পুলিশের গুলিতে মৃত্যু, তদন্তের নির্দেশ
মেঘালয়ের তুরায় পুলিশ-জনতা সংঘর্ষে মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী রোশন ওয়ারজিরি দু’সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন।শুক্রবার রাতে পশ্চিম গারো পাহাড়ের ওয়াদানাং এলাকায় মানসিক ভারসাম্যহীন এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধর্ষণের অভিযোগে ধৃত অসমের মানকাচরের তিন শ্রমিককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে চেষ্টা করে জনতা। হামলা হয় হাসপাতালেও। অভিযোগ, পরিস্থিতি সামলাতে পুলিশ গুলি চালালে দু’জনের মৃত্যু হয়। এলাকায় কার্ফু জারি হয়। কাল থেকে দফায় দফায় কার্ফু শিথিল করেছে প্রশাসন। কয়েক হাজার শ্রমিক পুলিশ প্রহরায় তুরা থেকে পালিয়েছেন। অনেকে পুলিশ, আধাসেনা, বিএসএফ শিবিরে আশ্রয় নিয়েছেন। বাসিন্দাদের মারে কয়েকজন শ্রমিক জখম হন বলেও অভিযোগ।

পুরনো খবর:

দুর্ঘটনায় মৃত্যু, উত্তেজনা ছড়াল লক্ষ্মীপুরে
লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুতে উত্তেজনা ছড়াল। লরিটিতে আগুন ধরিয়ে দেয় জনতা। চালক পলাতক। আজ লক্ষ্মীপুর মহকুমার বনতারাপুর এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, দুর্ঘটনায় মৃতের নাম ফৈজুর চৌধুরী। সকালে খেতে চাষ করতে যাচ্ছিলেন ফৈজুর। আচমকা দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। লরি নিয়ে পালাতে যায় চালক। কিছুদূর এগতেই এলাকার বাসিন্দারা সেটি আটকে দেয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিজনদের ক্ষতিপূরণের দাবিতে এরপরই শিলচর-ইম্ফল জাতীয় সড়কে অবরোধ শুরু করে এলাকার মানুষ।

অসুস্থ রাষ্ট্রপতি
অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করা হল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। রবিবার দুপুরের খাওয়ার পর রাষ্ট্রপতি ভবনে সামান্য অসুস্থ বোধ করেন প্রণববাবু। অবিলম্বে তাঁকে দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর রাষ্ট্রপতিকে ছেড়ে দেওয়া হয়। তিনি এখন সুস্থ আছেন বলে রাষ্ট্রপতি ভবন-সূত্রে জানানো হয়েছে।

জামিনে মুক্ত জঙ্গিনেতা
অবশেষে মুক্তি পেলেন এনডিএফবি (আর) সংগঠনের প্রধান রঞ্জন দৈমারি। আজ আদালত তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। ২০১০ সালের মে মাসে বাংলাদেশে গ্রেফতার করা হয়েছিল রঞ্জনকে। পুলিশ সূত্রে খবর, ২০০৮-এর অক্টোবরে ধারাবাহিক বিস্ফোরণ-সহ ১৮টি মামলায় অভিযুক্ত ছিলেন ওই জঙ্গিনেতা। জেলে থাকাকালীন শান্তি আলোচনা শুরু করতে আগ্রহ দেখান রঞ্জন। এরপরই সরকারের তরফে রঞ্জনকে জামিন দেওয়ার ক্ষেত্রে আপত্তি তুলে নেওয়া হয়।

আসছেন না বরুণ
আবহাওয়ার জন্য বিজেপি নেতা বরুণ গাঁধীর পশ্চিমবঙ্গ সফর বাতিল হল। দলের তরফে এ রাজ্যের পর্যবেক্ষক হওয়ার পর কাল, মঙ্গলবার আসার কথা ছিল বরুণের। জলপাইগুড়ির ধূপগুড়ি এবং বর্ধমানের পূর্বস্থলীতে প্রচারসভা করার কথা ছিল। বুধবার ছিল কলকাতার মহাজাতি সদনে আলোচনাসভা। কিন্তু দল চাইছে, কেন্দ্রীয় নেতারা উত্তরাখণ্ডে বিপর্যয়ের ত্রাণে সময় দিন। তাই বরুণের কর্মসূচি বাতিল করা হয়েছে।

পলামুতে ধৃত মাওবাদী
পলামুর উনদাগ গ্রাম থেকে মাওবাদীদের আঞ্চলিক কমিটির এক সদস্য গ্রেফতার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত জঙ্গির নাম উমেশ যাদব ওরফে মুকেশজি। তার গ্রামের বাড়িতে হানা দিয়ে তার শাগরেদ নভল সাউকেও গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রের খবর, ধৃতের বিরুদ্ধে রাঁচি, লাতেহারের মতো কিছু জেলায় ল্যান্ডমাইন বিস্ফোরণ, খুন-সহ ২৬টি অভিযোগ রয়েছে।

গাড়ি দুর্ঘটনা, মৃত ৩
গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৩ সওয়ারির। জখম সাত জন। আজ সকালে বরপেটার কলাগাছিয়ায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে যাচ্ছিল গাড়িটি। উল্টোদিক থেকে আসা একটি গাড়ি আচমকা সামনে চলে আসে। তখনই চালক নিয়ন্ত্রণ হারান। উল্টে গিয়ে রাস্তার ধারে ছিটকে পড়ে গাড়িটি।

সংঘর্ষে মৃত ৬ জঙ্গি
মণিপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ‘কুকি ন্যাশনাল ফ্রন্টের’ ৬ জঙ্গির। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রও। কাঙচাপ এলাকায় জঙ্গিরা ঘাঁটি তৈরি করেছে, খবর পেয়ে হানা দেয় আসাম রাইফেলস-এর জওয়ানরা।

ফের রক্তাক্ত মৃতদেহ
তেজপুরে ফের একজনের দেহ উদ্ধার করা হয়। মহাভৈরব পুলিশ ফাঁড়ির কাছে এক ব্যক্তির নগ্ন দেহ উদ্ধার হয়। পুলিশের সন্দেহ, ‘উলঙ্গ মানব’-এর গুজবের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ওই ব্যক্তিকে হত্যা করেছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.