মহাকরণের পরে এ বার কলকাতা পুরসভায় বিকোবে মুরগির মাংস। ১৫০ টাকা প্রতি কেজি দরে। কাল, বুধবার থেকে পুরসভার ভিতরে একটি কিয়স্কে মাংস বিক্রি করবে রাজ্যের প্রাণিসম্পদ দফতর। প্রাণিসম্পদ উন্নয়ন নিগমের এমডি-র সঙ্গে এ নিয়ে কথা বলেছেন পুরসভার মেয়র পারিষদ (বাজার) তারক সিংহ এবং পুর-কমিশনার খলিল আহমেদ। সোমবার পুরসভা সূত্রে এই খবর মিলেছে।
মাস খানেক আগেই শহরে মুরগির মাংসের দাম বেড়ে যায়। ১৪০-১৫০ টাকা থেকে কিলো প্রতি দর ১৭০-১৮০ টাকায় পৌঁছয়। এক লাফে কিলো প্রতি দাম ৩০-৪০ টাকা বেড়ে যাওয়ায় ভাঁড়ারে টান পড়ে অনেকেরই। বিষয়টি পৌঁছয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও। তার পরেই টাস্কফোর্সের সভা ডেকে মুরগির মাংস কিলো প্রতি ১৫০ টাকায় বিক্রির নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলার পরদিন থেকেই রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দফতর মহাকরণ-সহ শহরের কয়েকটি এলাকায় ওই দরে মাংস বিক্রি শুরু করে। তবে অভিযোগ, শহরের বেশির ভাগ বাজারেই মুখ্যমন্ত্রীর নির্ধারিত দাম মানা হচ্ছে না। বরং কোথাও কোথাও এখন কিলো প্রতি দর ১৮০-২০০ টাকা। |
সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি বৈঠক করেন পুর-কমিশনার। সেখানে পোলট্রি ফেডারেশনের সদস্য ও প্রাণিসম্পদ দফতরের আধিকারিকেরা-সহ টাস্কফোর্সের সদস্যেরাও ছিলেন। পুরসভা ও টাস্কফোর্সের তরফে মুরগির মাংসের দাম ১৫০ টাকা রাখার প্রস্তাব ওঠে। কিন্তু ব্যবসায়ীরা জানিয়ে দেন, তা সম্ভব নয়।
অন্যান্য জায়গায় বেড়ে চলা দামের চাপ সামাল দিতে পুরসভা নিজেদের ১৯টি বাজার থেকে মুরগির মাংস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এ দিন তারকবাবু জানান, ৮টি দোকান ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। বাকিগুলি কয়েক দিনেই খুলবে।
তিনি জানান, পুরসভায় মাংসের একটি দোকান খোলার ব্যাপারে বহু কর্মীই আবেদন করেছিলেন। তার ভিত্তিতেই দোকানটি খোলার সিদ্ধান্ত হয়েছে। এন্টালি ওয়ার্কশপ থেকে একটি কিয়স্ক মঙ্গলবার পুরসভায় আনা হচ্ছে। বুধবার সেখানেই মাংস বিক্রি হবে। সূত্রের খবর, পুরসভার একতলায় প্রেস সংলগ্ন এলাকায় ওই কিয়স্ক থাকবে।
|