তৃণমূল নেতার জামিন
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
তিনটির মধ্যে দু’টি মামলায় জামিন পেলেন বর্ধমানের তৃণমূল নেতা সুজিত ঘোষ। ১৩ জুন রাতে এক মহিলার বাড়িতে ঢুকে ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগে তিনি-সহ ছ’জনকে গ্রেফতার করে পুলিশ। সুজিতবাবুর বিরুদ্ধে মারধরের একটি মামলাও ছিল। এই দু’টি মামলায় এ দিন তাঁর জামিন হয়। পুলিশ সূত্রে খবর, সুজিতবাবুকে যখন ধরতে যাওয়া হয় তখন তাঁর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র-সহ তিন জন দাঁড়িয়েছিল। তাদের ধরে অস্ত্রগুলি আটক করা হয়। অস্ত্রগুলির লাইসেন্স আছে কি না তা পরীক্ষা করার জন্য পুলিশকে নির্দেশ দেয় সিজেএম আদালত। সুজিতবাবুর দুই আইনজীবী বিশ্বজিৎ দাস ও কমল দত্ত জানান, রিপোর্টে কিছু অসম্পূর্ণতা থাকায় ওই মামলায় তাঁদের মক্কেলের জামিন মঞ্জুর হয়নি। ২৬ জুন সেটির শুনানি হবে।
পুরনো খবর: আদালতে তৃণমূল নেতার আত্মসমর্পণ
|
বিএসসি-র ফল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএসসি পার্ট ৩ অনার্স পরীক্ষার ফল প্রকাশ হল সোমবার। ৩৯৩২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণের সংখ্যা ২৫৭৪। পাশের হার ৭৬.৩৬ শতাংশ। প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন ৯৫৮ জন। ‘পার্ট নট ক্লিয়ারড’ রয়েছেন ৫৬১ জন। গত বার পাশের হার ছিল ৭১.৮৯ শতাংশ। প্রথম শ্রেণিতে উত্তীর্ণের সংখ্যা ছিল ৮১২। |