মোষ চোর সন্দেহে ধৃত, গাড়িতে আগুন
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
মোষ চুরি করে গাড়িতে তোলার সময়ে তা উল্টে গিয়েছে। গাড়ি সোজা করার আগেই মোষের পায়ের ছাপ ধরে ঘটনাস্থলে হাজির গ্রামবাসী। তাঁদের দেখে বাকিরা গাড়ি ও মোষ ফেলে চম্পট দিলেও ধরা পড়ে গেল এক জন। চোর সন্দেহে মারধরও করা হল ওই যুবককে। আগুন লাগিয়ে দেওয়া হয় দু’টি গাড়িতেও। রবিবার ভোরে কাটোয়ার চন্দ্রপুর গ্রাম লাগোয়া পাকুম্বরী মোড়ের ঘটনা। মারে জখম যুবককে কাটোয়া হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রপুর গ্রামের আদিবাসী পাড়ায় গৌর বাগ ভোরে দেখেন তাঁর দু’টি মোষ গোয়ালে নেই। গৌরবাবুর কথায়, “তখন ভোর প্রায় ৪টে। সবে আলো ফুটছে। গোয়ালঘরে গিয়ে দেখি মোষ নেই। শনিবার রাতে বৃষ্টি পড়েছিল। খেত জমির কাছে গিয়ে দেখি মোষের পায়ের দাগ। তা ধরে পাকুম্বরী মোড়ে পৌঁছই।” পুলিশ জানায়, পাকুম্বরী মোড়ে গাড়ি রেখে দুষ্কৃতীরা মোষ চুরি করতে গিয়েছিল। মোষ দু’টিকে গাড়িতে তোলার সময়ে সেটি উল্টে যায়। তখন চোরেরা আর একটি গাড়ি ডেকে আনে। মোষ চুরির খবর পেয়ে প্রচুর লোক জড়ো হয়ে যায়। বেগতিক দেখে দুষ্কৃতীরা চম্পট দিলেও এক জনকে ধরে ফেলে জনতা। গাড়ি দু’টিতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
আদালতে তৃণমূল নেতার আত্মসমর্পণ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সিপিএমের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ানোয় অভিযুক্ত তৃণমূল নেতা সুজিত ঘোষ আত্মসমর্পণ করলেন আদালতে। গত ২ মে সিপিএমের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনায় তৃণমূল নেতা সুজিত ঘোষ ও আর এক নেতা আব্দুল রবের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়। সুজিতবাবুর আইনজীবী সদন তা-র দাবি, “সিপিএমের লোকজনই সুজিতবাবুদের উপরে আক্রমণ করেছিল। বর্ধমান থানায় প্রথমে ওঁরাই অভিযোগ দায়ের করেন। পরে সিপিএম সুজিতবাবু ও আব্দুল রবের বিরুদ্ধে অভিযোগ করে। কিন্তু পুলিশ সিপিএমের নেতাদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় ও সুজিতবাবুদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে। আমি আদালতকে জানাই, ওই দু’জনের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে, তা অতিরঞ্জিত।” তিনি জানান, দু’পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পরে সিজেএম সেলিম আহমেদ আনসারি সুজিতবাবুকে ৫০০ টাকার বন্ডে জামিন দিয়েছেন।
|
ট্রাক্টর চাপা পড়ে মৃত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ট্রাক্টরে চাপা পড়ে মৃত্যু হল এক চাষির। তাঁর নাম আশিস দে (৩০)। বাড়ি আউশগ্রামের কুরুঞ্চি গ্রামে। রবিবার সকালে বাড়ির কাজে বালি ফেলতে এসেছিল ওই ট্রাক্টর। সেটি পিছোনোর সময়ে কাজের তদারক করতে থাকা আশিসবাবুকে চাপা দিয়ে দেয়। সকাল ১১টা নাগাদ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
|
অস্ত্র-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
আগ্নেয়াস্ত্র-সহ এক জনকে শনিবার রাতে পূর্ব নওয়াপাড়া গ্রাম থেকে ধরল পুলিশ। ধৃত শেখ সাদ্দামকে রবিবার কাটোয়া আদালত পাঁচ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ জানায়, ধৃতের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। |