টুকরো খবর
বুম্বা, অরবিন্দ, মনোজ পুলিশ হেফাজতে
সারদা-কাণ্ডে অন্যতম অভিযুক্ত অরবিন্দ চৌহান, অরিন্দম দাস ওরফে বুম্বা এবং মনোজ নাগেলকে শুক্রবার সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আরামবাগ আদালত। গ্রাহকদের টাকা আত্মসাৎ করা হয়েছে বলে গত ২০ এপ্রিল আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই সংস্থার এক এজেন্ট। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সংস্থার আরামবাগ শাখার ম্যানেজার শেখ মনসুর আলিকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয় অফিসের কাগজপত্র এবং কম্পিউটার। ধৃতকে জেরা করে সারদার কর্ণধার সুদীপ্ত সেন এবং সংস্থার অন্যতম তিন কর্তাঅরবিন্দ, বুম্বা এবং মনোজের বিরুদ্ধেও মামলা করে পুলিশ। এ দিন দেড়টা নাগাদ পুলিশ-ভ্যানে বিশেষ নিরাপত্তায় অরবিন্দ ও বুম্বাকে আনা হয় আদালতে। তার ঘণ্টা দেড়েক আগে আনা হয় মনোজকে। তিন জনেই আলিপুর সংশোধনাগারে ছিলেন। আসামী পক্ষের আইনজীবী মৃণ্ময় ঘোষ এবং জয়ন্ত চট্টোপাধ্যায় জানান, পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ওই তিন জনকে নিজেদের হেফাজতে রাখার আর্জি জানায় আদালতে। পুলিশ সূত্রের খবর, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) অমিতাভ বর্মার নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল ধৃতদের জিজ্ঞাসাবাদ করবে। আরামবাগ আদালতে সুদীপ্তর হাজিরার দিন এখনও স্থির হয়নি।

পুরনো খবর:

বোমা ফেটে জখম ২
বোমা ফেটে জখম হলেন দুই যুবক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের গোলাবাড়িতে। পুলিশ জানিয়েছে, জখম দুই যুবকের নাম রাজীব নস্কর ও হাসানুল সর্দার। বাড়ি ওই এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে স্থানীয় তৃণমূল নেতা খতিব সর্দারের বাড়িতে বোমা ফেটে জখম হয় ওই দু’জন। এর মধ্যে হাসানুল সর্দার খতিব সর্দারের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে আহতদের ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তৃণমূল নেতা খতিব সর্দারের অভিযোগ, সিপিএমের লোকজনই তাঁর বাড়িতে বোমা মেরেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। তাঁদের অভিযোগ, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে ও তাদের এপর হামলা চালানোর জন্যে বোমা বাঁধছিল তৃণমূলের লোকজন। ঘটনার তদন্ত হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

কামদুনি নিয়ে চিঠি অধীরের
বারাসত কাণ্ডের পর কামদুনিতে গিয়ে নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করেছিলেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। সেই সফরের অভিজ্ঞতা থেকে নিরাপত্তা ও গ্রামের সার্বিক পরিকাঠামোগত উন্নতির দাবি জানিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল এম কে নারায়ণনকে চিঠি লিখলেন তিনি। ওই চিঠিতে কামদুনি ও সংলগ্ন এলাকায় পাকা সড়ক নির্মাণ, রাস্তায় পর্যাপ্ত আলো ও নিরাপত্তা বাড়ানোর জন্য রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তার কাছে দাবি জানিয়েছেন অধীর। তাঁর বক্তব্য, “কামদুনির ঘটনাকে সামনে রেখে রাজ্যের সমস্ত নারীর সুরক্ষায় এগিয়ে আসুক রাজ্য প্রশাসন। যাতে ওই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।”

বারো কামরার ট্রেন পরিষেবা
জুলাই মাস থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ১২ কামরার ট্রেন পরিষেবা শুরু হয়ে যাবে বলে জানিয়েছে রেল মন্ত্রক। ওই লাইনে ১২ কামরার ট্রেন চালানোর জন্য নিত্যযাত্রীরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন। শুক্রবার রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী জানিয়েছেন, অতিরিক্ত কামরার ওই ট্রেন চালানোর জন্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর কাজ প্রায় শেষের মুখে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি এখন খতিয়ে দেখার কাজ চলছে। মন্ত্রক জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ৮ জুলাই থেকে ওই পরিষেবা শুরু করে দেওয়া যাবে।

ফের থানা ঘেরাও
নিউ ব্যারাকপুরে কিশোরী খুনের ঘটনায় বৃহস্পতিবার ফাঁড়িতে বিক্ষোভ দেখিয়েছিল কংগ্রেস। শুক্রবার দুপুরে ঘোলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল এসইউসি। ওই হত্যাকাণ্ডে ধৃত বাপি ঘোষকে সাত দিন পুলিশি হাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। সুজাতা মণ্ডল (১৩) নামে ওই কিশোরী বাড়িতে ঘুমোচ্ছিল। কেউই তখন বাড়িতে ছিলেন না। পুলিশের সন্দেহ, নেশার টাকা জোগাতে চুরি করতে ঢুকেছিল প্রতিবেশী যুবক বাপি। জিনিসপত্র টানাটানির আওয়াজে ঘুম ভেঙে যায় সুজাতার। মুখে গামছা চাপা দেওয়া চোর দেখে ‘ভূত ভূত’ বলে চেঁচাতে থাকে সে। লেপ-কম্বল চাপা দিয়ে তার মুখ চেপে খুন করে বাপি।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.