টুকরো খবর
‘গরমিল’, সাসপেন্ড দুই ডিলার
কেরোসিন বণ্টন ব্যবস্থায় অসঙ্গতির অভিযোগে বৃহস্পতিবার পুরুলিয়া ও হুড়ার দুই বড় ডিলারকে সাসপেন্ড করল খাদ্য দফতর। পুরুলিয়ার মহকুমা খাদ্য নিয়ামক অমিত গঙ্গোপাধ্যায় বলেন, “সাসপেন্ড হওয়া ডিলাররা হলেন হুড়ার অলোক গরাঁই ও পুরুলিয়ার কালীশঙ্কর আচার্য। এক জন ঠিক সময়ে গুদাম খোলেননি, অন্য জনের ক্ষেত্রে নথিপত্রে গরমিল পাওয়া গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।” জেলা খাদ্য নিয়ামক সাধন পাঠক জানান, পরিদর্শকদের উদাসীনতার সুযোগে অসাধু কারবারীরা কেরোসিনের একাংশ পাচার করেন বলে অভিযোগ উঠেছে। আড়শা, ঝালদা-১, ঝালদা-২ ও বাঘমুণ্ডি ব্লকের পরিদর্শকে শো-কজ করে কেন এ ধরনের অভিযোগ উঠছে, তা জানতে চাওয়া হয়েছে। ঝালদা-২ ব্লকে ২ টাকা কেজি দরে চাল গত সপ্তাহে প্রাপকেরা কম পেয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এই ব্লকের কংগ্রেস সভাপতি নিরঞ্জন রজকের দাবি, “প্রাপকেরা প্রতি সপ্তাহে যা চাল পান তার অর্ধেক পাচ্ছেন। কেন এমন হচ্ছে?” মহকুমা খাদ্য নিয়ামক জানান, এমন একটি অভিযোগের প্রেক্ষিতে ওই ব্লকের পরিদর্শককে শো-কজ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী আসছেন দুই জেলায়
কড়া নজর। মানবাজারে মুখ্যমন্ত্রীর সভাস্থল। ছবি: সুজিত মাহাতো।
নির্বাচনী জনসভা করতে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার জঙ্গলমহলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, আজ শুক্রবার বিকেলে, মানবাজারে তাঁর সভা করার কথা। ঝাড়বাগদার কলেজ ময়দানে মঞ্চ তৈরির কাজ চলছে। খাতড়ার খড়বোন মাঠে শনিবার দুপুরে তৃণমূলের প্রকাশ্য জনসভায় উপস্থিত থাকার কথা তাঁর। খাতড়া বা মানবাজারে মাওবাদীদের নাশকতার নজির না থাকলেও মুখ্যমন্ত্রীর সভার জন্য আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ-প্রশাসনের কর্তাদের সঙ্গে তৃণমূল নেতারা সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি দেখে যান। মানবাজারের পথে পুলিশি টহল ছিল চোখে পড়ার মতো। রাস্তার নীচে কালভার্ট পরীক্ষা করা চলে।

ট্রেন থেকে উদ্ধার কিশোর
ট্রেন থেকে বছর বারোর এক কিশোরকে উদ্ধার করল আরপিএফ। ওই কিশোরের নাম সন্তোষ ভকত। বিহারের বৈশালি জেলায় তার বাড়ি। বুধবার রাতে ভাগা-বিষ্ণুপুর প্যাসেঞ্জার ট্রেনে চেপে সে আসছিল। বিষ্ণুপুর স্টেশনের কাছে তাকে উদ্ধার করা হয়। বাঁকুড়া স্টেশনের আরপিএফ ওসি এ কে বিসওয়াল বলেন, “ওই কিশোর রাগারাগি করে বাড়ি থেকে চলে এসেছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। উপযুক্ত প্রমাণ দেখিয়ে ছেলেটির অভিভাবকরা তাকে নিয়ে যাবে।”

চাঙড় ভেঙে জখম
সদর হাসপাতাল লাগোয়া নার্সদের আবাসনের চাঙড় ভেঙে আহত হলেন এক পাচক। পিঙ্কি দাস নামে ওই পাচকের মাথায় পাঁচটি সেলাই হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক মানবেন্দ্র ঘোষ বলেন, “বাস্তুকারদের নিয়ে অবস্থা সরজমিন খতিয়ে দেখে ওই ঘরে রান্নার কাজ বন্ধ করা হয়েছে। অন্যত্র রান্না হবে। হাসপাতালের অন্য কোথাও এই অবস্থা রয়েছে কি না তা বাস্তুকারদের খতিয়ে দেখতে বলা হয়েছে।”

বিচ্ছিন্ন বাঘমুণ্ডি
বৃহস্পতিবার দুপুর থেকে বাঘমুণ্ডি ও অযোধ্যা পাহাড়ে টানা বর্ষণের জেরে পুরুলিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাঘমুণ্ডির। বাঘমুণ্ডি-পুরুলিয়া (ভায়া বলরামপুর) রুটে এ দিন সকাল থেকে যোগাযোগ ব্যবস্থা সচল থাকলেও বিকেল থেকে শোভা নদীর সেতুর উপর দিয়ে জল বইতে থাকে। বহু মানুষ বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যা পর্যন্ত ফিরতে পারেননি। পুলিশ জানিয়েছে, পরিস্থিতির দিতে নজর রয়েছে।

ছিনতাই
মোটরবাইকে করে স্কুলে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়লেন পুরুলিয়া মফস্সল থানার বিলতোড়া উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষিকা। বুধবারের ঘটনা। দুই শিক্ষিকা শম্পা বন্দ্যোপাধ্যায় ও দীপা মণ্ডল জানান, পথে একটি বাইক নিয়ে তিন যুবক হাত দেখিয়ে দাঁড়াতে বলে আগ্নেয়াস্ত্র বের করে গয়না, ফোন, টাকা নিয়ে চলে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.