গলায় গলায় দুই প্রতিপক্ষ ঝড়ু-রাবণ
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
সম্পর্কে ভাই হলেও রাজনীতির ময়দানে ওরা এখন প্রতিপক্ষ। নদিয়ার চাকদহ ব্লকের তাতলা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দুই ভাইয়ের লড়াই জমে উঠেছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ইটাপুরের বাসিন্দা ঝড়ু রায় তৃণমূল প্রার্থী আর ভাই রাবণ রায় সিপিএম প্রার্থী। |
|
ঝড়ু ও রাবণ রায়। —নিজস্ব চিত্র। |
মোরামের রাস্তার ধারে সামান্য ব্যবধানে দুই ভাইয়ের ঘর। দুই ভাই-ই পেশায় রাজমিস্ত্রি। সকালে হলেই বেরিয়ে পড়তে হয় কাজের সন্ধানে। সন্ধ্যেবেলা বাড়ি ফিরে বাড়ির কাজে হাত লাগানো। অবশ্য ভোটে প্রার্থী হওয়ার পর এই ছকটা কিছুটা বদলে গিয়েছে দু’জনেরই। পরিবার বামপন্থী হলেও পরিবর্তনের হাওয়া লেগেছে এই পরিবারেও। দাদা সরাসরি তৃণমূল প্রার্থী। তবে ভাইকেও একসময় তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা যেত। সে কথা স্বীকার করে নিয়েছেন ভাই রাবণ রায়। তিনি বলেন, “যারা ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে থাকলে সুবিধা পাওয়া যায়।” তাহলে সিপিএমের প্রার্থী হয়েছেন কেন? রাবণবাবু বলেন, “আমার পরিবার সিপিএম। সেই পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য মেনেই আবার সিপিএমের প্রার্থী হয়েছি।”
দাদা ঝড়ু রায় বলেন, “রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন হচ্ছে। এই দলে থাকলে এলাকার মানুষের উন্নয়ন করা যাবে। তাই প্রস্তাব পাওয়া মাত্র প্রার্থী হয়েছি।” ভোটে দাঁড়ালেও তাঁদের সম্পর্কে যে চিড় ধরেনি তা স্বীকার করেন দুই ভাই। রাবণবাবু বলেন, “আমার বিপদে দাদা পাশে থাকে। দাদার দরকারেও রোজই আমার সঙ্গে নানা বিষয়ে কথাও হয়।” তবে দুই ভাইয়ের মধ্যে কথা হলেও দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে কথা বন্ধ। তবে দু’জনেই তাঁদের স্বামীর জয়ের বিষয়ে আশাবাদী। |
|