খুনের হুমকি, অভিযুক্ত সিপিএম |
বাড়িতে ঢুকে তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত প্রার্থীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। মুরুটিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের ওই প্রার্থী মনোয়ারা বিবি বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। মুরুটিয়ার মালিথ্যাপাড়ার ওই মহিলা প্রার্থীর অভিযোগ, বুধবার রাতে তাঁর স্বামী প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় সিপিএমের কয়েকজন বাড়িতে ঢুকে তাঁকে খুনের হুমকি দেয়। করিমপুর-২ ব্লকের যুব তৃণমেূ্লর সভাপতি কার্তিক মণ্ডল বলেন, ‘‘মুরুটিয়া এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে সিপিএম। আমাদের দলের এক প্রার্থীকে খুনের হুমকিও দিয়েছে সিপিএমের লোকজন।’’ সিপিএমের জেলা কমিটির সদস্য আশাদুল খাঁ বলেন, ‘‘ওই এলাকায় তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। আর সেই কারণেই আমাদের দলের লোকজনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে ফাঁসানো হচ্ছে।’’ তদন্ত শুরু করেছে পুলিশ।
|
অস্বাভাবিক মৃত্যু হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর। পুলিশ জানিয়েছে, মৃত দীপিকা প্রামাণিক (১৮) বর্ধমানের কালনার রানিবন্দ এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, বুধবার সকালে এক বান্ধবী ও দুই যুবকের সঙ্গে দীপিকা মায়াপুরে গিয়েছিল। সেখানেই তারা একটি হোটেলে ওঠে। এ দিন দুপুরে ওই হোটেলেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। রক্তাক্ত অবস্থায় দীপিকাকে কৃষ্ণনগর জেলা সদর হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা জানান অনেকক্ষণ আগে মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় পুলিশ কিশোরীর ওই তিন বন্ধুকে আটক করেছে। মেয়েটির কাকা মধুসূদন প্রামাণিক বলেন, “স্কুলে যাওয়ার নাম করে আমার ভাইঝি বাড়ি থেকে বেরিয়েছিল। দুপুরেই ওর মৃত্যুর খবর পাই।” পুলিশ জানিয়েছে, আটক হওয়া একজনের সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক ছিল। তদন্ত করছে পুলিশ।
|
রেল লাইনের ধার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত কল্যাণ জোয়ারদার (৩১) রানাঘাটের ১১ নম্বর ওয়ার্ডের শরৎপল্লির বাসিন্দা। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। বৃহস্পতিবার ভোরে রানাঘাটের পান্থপাড়ায় ডাউন রেল লাইনে তাঁর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে। দেহটি উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে রানাঘাটের ওই যুবকের।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। নাম আসাদুল শেখ (৩৮)। বাড়ি ডোমকলের বাগলপাড়া গ্রামে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে বাগডাঙা বাজারে রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। অন্য দিকে, এ দিন জলঙ্গি বাজারে করিমপুর-জলঙ্গি রাজ্য সড়কে বাস ও ম্যাটডোরের সংঘর্ষে এক ব্যক্তি জখম হয়েছেন।
|
বাজ পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। নাম জয়ন্তী কোনাই (৪৩)। বাড়ি কান্দির গোকর্ণ এলাকায়। বুধবার বিকেলে মাঠে ছাগল চরাচ্ছিলেন ওই মহিলা। |