|
|
|
|
ছেলে খুনে গ্রেফতার মনোরোগী বাবা |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
দেড় বছরের ছেলেকে গলা কেটে মেরে ফেললেন মানসিক ভারসাম্যহীন বাবা।
বিনপুর থানার নয়া গ্রামে বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। পুলিশ মৃত সায়ন ঘোষ ওরফে টুবাইয়ের বাবা পেশায় দিনমজুর বাবলুকে গ্রেফতার করেছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বাবলু মানসিক বিকারগ্রস্ত। মাঝে মধ্যেই তিনি অস্বাভাবিক আচরণ করেন। বাবলুর মা রেবতী ঘোষ নাতির জন্য সোনার চেন গড়াবেন বলে ছেলের একটি পুরনো সোনার আংটি নিয়ে মেদিনীপুরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন এ দিন। সোনার আংটি হাতছাড়া হয়ে যাওয়ায় খেপে গিয়ে বাবলু সায়নকে খুন করেছেন বলে গ্রামবাসীর অনুমান।
স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার কাজ করতেন রেবতীদেবী। এ দিন তিনি মেদিনীপুরে যাওয়ায় ওই কেন্দ্রে রান্না করতে গিয়েছিলেন বাবলুর স্ত্রী প্রতিমাদেবী। বাড়িতে ছেলের সঙ্গে ছিলেন বাবলু। হঠাৎই ছেলেকে নিয়ে গ্রামের বাইরে যান বাবলু। তারপর দুপুরে একাই গ্রামে ফিরে আসেন।
ভাত খেয়ে ফের বেরিয়ে যান। এ দিকে, লোকজনের নজরে আসে, সায়ন কোথাও নেই। বিকেল পর্যন্ত সায়নের খোঁজ না-মেলায় প্রতিবেশীদের সন্দেহ হয় বাবলুর উপর। ইতিমধ্যে রেবতীদেবীর কাছে মেদিনীপুরে পৌঁছে যান বাবলু। ছেলের অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হয় রেবতীদেবীর। তিনিই বিকেলে বাবলুকে সঙ্গে নিয়ে নয়া গ্রামে ফেরেন। তখন বাবলুকে জিজ্ঞাসাবাদ শুরু করেন গ্রামবাসীরা। পড়শিদের জেরায় বাবলু প্রথমে জানান, সায়নকে তিনি তাদের এক আত্মীয়ের বাড়িতে রেখে এসেছেন। পরে পড়শিরা আরও চাপ দিতে তিনি স্বীকার করে ফেলেন, ছেলেকে গলা কেটে খুন করেছেন তিনি। |
|
|
|
|
|