|
|
|
|
তিন মহকুমায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক, সমন্বয় রক্ষায় জোর |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তবে প্রথম পর্বে যেখানে ভোট হওয়ার কথা, সেখানকার পুলিশ-প্রশাসন কিন্তু সব রকম প্রস্তুতিই সেরে রাখছে। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার মেদিনীপুরে এক বৈঠক হয়। মেদিনীপুর, খড়্গপুর এবং ঘাটাল এই তিন মহকুমার বিডিও, আইসি-ওসি’রা তাতে যোগ দেন। ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী। কাজ কতদূর এগিয়েছে, কোনও সমস্যা হচ্ছে কি না, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিই বা কী, সব নিয়েই পর্যালোচনা করা হয়। কিছু সমস্যার কথা ওঠে। তা সমাধানে আশ্বাসও মেলে। জেলাশাসক বলেন, “নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এই বৈঠক। সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।”
আগামী ২ জুলাই পশ্চিম মেদিনীপুরে ভোট। জেলায় মোট বুথ ৪ হাজার ৭৪৭টি। প্রতি বুথে পাঁচজন করে ভোটকর্মী থাকার কথা। এক জন প্রিসাইডিং অফিসার ও চার জন পোলিং অফিসার। বেশ কিছু বুথ রয়েছে একেবারে প্রত্যন্ত এলাকায়। সেখানে পৌঁছনোর রাস্তা ঠিকঠাক রয়েছে কি না, তা-ও বৈঠকে আলোচনা হয়। |
|
সার্কিট হাউসে চলছে মিটিং। —নিজস্ব চিত্র। |
এ বার নির্বাচনের জন্য ব্যবহৃত গাড়ির তালিকায় অটোও ঢুকে পড়েছে। অটোর জন্য দিনে ২৭৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। প্রত্যন্ত এলাকায় খাবার, পানীয় জলের বোতল পৌঁছে দিতে অটো ব্যবহার করা যেতে পারে। তাছাড়া, এ বার বর্ষায় ভোট হচ্ছে। তাই প্রতি ব্লকে ট্রাক্টর রাখার নির্দেশও দেওয়া হয়েছে। যাতে বুথে যাতায়াতে সমস্যা না হয়। ট্রাক্টরের ভাড়া দিনে ৭৫০ টাকা।
নির্দেশ মতো কাজ এগোচ্ছে কিনা, কোনও সমস্যা হলে কী সেই সমস্যা, বৈঠকে জানতে চান জেলাশাসক। সেই সঙ্গে জানিয়ে দেন, সবস্তরে সমম্বয় রেখে কাজ করতে হবে। নির্বাচনের জন্য প্রতি ব্লকেই ডিস্ট্রিবিউশন কাম রিসেপশন সেন্টার (ডিসিআরসি) তৈরি হচ্ছে। এই সেন্টার থেকেই সমস্ত কাজকর্ম হবে। ভোটকর্মীরা সেন্টার থেকে প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম নিয়ে বুথে বুথে যাবেন। ভোট শেষে ফিরে আসবেন। সেন্টারগুলোর কী পরিস্থিতি, বৈঠকে তাও জানতে চাওয়া হয়। বিডিওরা জানান, কাজ এগোচ্ছে। তেমন কোনও সমস্যা নেই। বৃহস্পতিবার দু’টি পর্যায়ে বৈঠক হয়। প্রথম পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও, আইসি-ওসি’রা। ছিলেন অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক সহ পদস্থ আধিকারিকেরা। দ্বিতীয় পর্যায়ে ফের অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, বিডিওদের নিয়ে বৈঠক হয়। |
|
|
|
|
|