জাপান-৩ (হন্ডা-পেনাল্টি, কাগাওয়া, ওকাজাকি)
ইতালি-৪ (ডি রোসি, উচিদা-নিজ গোল, বালোতেলি-পেনাল্টি, জিওভিঙ্কো) |
জাতীয় জার্সিতে ব্রাজিল তারকা নেইমারের অভ্যুদয়ের কয়েক ঘণ্টার মধ্যেই কনফেড কাপেই হয়ে গেল ফুটবল বিশেষজ্ঞদের মতে টুর্নামেন্টের সেরা ক্লাসিক ম্যাচ।
ব্রাজিলের রেকিফে চল্লিশ হাজার দর্শককে সম্মোহিত করে জাপান তেত্রিশ মিনিটের মধ্যে ইতালির বিরুদ্ধে ২-০ এগিয়েও ম্যাচ শেষ হওয়ার মাত্র চার মিনিট আগে গোল হজম করে ৩-৪ হেরে গেল। যা ফুটবপ্রেমীদের মনে উস্কে দিয়েছিল, ৪৭ বছর আগে আর এক এশীয় দেশ উত্তর কোরিয়ার ছেষট্টির বিশ্বকাপে ইউসেবিওর পর্তুগালের বিরুদ্ধে ৩-০ এগিয়ে থেকে ৩-৫ হারের স্মৃতি।
গত রাতের হাইভোল্টেজ ম্যাচে দু’দলের সাতটা গোলের মধ্যে দু’টো পেনাল্টি থেকে। একটা আত্মঘাতী। জাপান যদি প্রথম কুড়ি মিনিট কাতানেচিও-র আবিষ্কর্তা ইতালির আলট্রা ডিফেন্সিভ স্ট্র্যাটেজিকে ঘোল খাইয়ে থাকে। তা হলে, সেই আন্দ্রে পির্লোর নেতৃত্বে হাফটাইমের ঠিক আগে-পরে মিলিয়ে এগারো মিনিটের ঝড়ে ডি রোসি-বালোতেলিরা তিন গোল মেরে ০-২ থেকে ৩-২ এগিয়ে দিয়েছিলেন আজুরিদের। তার পরেও অবশ্য ‘সামুরাই ব্লু’ এতটুকু না দমে খেলা ভাঙার ২১ মিনিট আগে ইতালির জালে তৃতীয় গোল ঢোকায়। কিন্তু সিজার প্রান্দেলির রূপান্তুরিত ইতালির অ্যাটাকিং ট্যাকটিক্স ম্যাচ শেষ হওয়ার মাত্র চার মিনিট আগে চতুর্থ গোল এনে দিয়ে নাটকীয় ভাবে সেমিফাইনালে তোলে আজুরিদের। |
জিওভিঙ্কো। জয়ের গোল করে। ছবি: রয়টার্স |
ডি রোসি-মারচিসিও হয়ে মাত্র তিনটে পাসে গোল করে নায়ক বনে যান জিওভিঙ্কো। জাপানের দুর্ভাগ্য, ইতালি ৪-৩ করার আগে-পরে ওকাজাকির শট পোস্টে এবং কাগাওয়ার হেড ক্রসবারে লাগা ছাড়াও ইওশিদা-র ‘গোল’ অফসাইডের জন্য বাতিল হয়।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা জাপানের শিনজি কাগাওয়াকে ম্যাচের সেরা আখ্যা দিয়ে ইতালি কোচ প্রান্দেলি স্বীকার করেন, “আমরা ভাগ্যবান যে জিতেছি। মেক্সিকোর বিরুদ্ধে জেতার মতো খেলেছিলাম, কিন্তু এই ম্যাচ জাপান জেতার মতো খেলেছে। আগেই বলেছিলাম, ওদের ইতালীয় কোচ জাকেরোনি আমাদের খেলার নাড়িনক্ষত্র জানে।” ইতালির দুই বিখ্যাত ডিপ ডিফেন্ডারের মধ্যে বারজালি “জাপান এতটা শক্তিশালী, এত ভাল খেলবে বুঝিনি,” মেনে নিয়েছেন। তবে চিয়েলিনি “খারাপ খেলার অজুহাত দিচ্ছি না” বলেও ব্যাখ্যা দিয়েছেন, “প্রথম ম্যাচের পর জাপানের চেয়ে ইতালি এক দিন কম বিশ্রাম পেয়েছে। ফলে রেকিফের পঁচাশি শতাংশ আর্দ্রতা আর প্রচণ্ড গরমে খেলতে আমরাই ক্লান্ত বোধ করেছি। তবে এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। টিম হিসেবে আরও সংগঠিত হতে হবে।” |