সম্পাদকীয় ২...
বড়বাজার
রবটি খেত ঘুরে রামনাথ বিশ্বাস রদ্দুর’ এমন কবিতার পঙ্ক্তি আজ আর লেখা সম্ভব হইবে না। ‘রামনাথ বিশ্বাস’-দের সংখ্যাবৃদ্ধির দৌলতে। ভারত-ভ্রমণ করিবার অভিজ্ঞতা এখন ঘরে-ঘরে। এক শহরে বাস করিয়া অন্য শহরে নিয়মিত কাজে যান, এমন লোকের সংখ্যা একবিংশ শতকের ভারতে অনেক। কলিকাতায় বসিয়া এই ছবিটি আঁচ করা কঠিন নেহাত প্রাণের দায় না থাকিলে এই শহরে কেহ ব্যবসার কাজে আসেন না। কিন্তু দিল্লি-মুম্বই-বেঙ্গালুরু-হায়দরাবাদ, এমনকী পুণে বা আমদাবাদের ন্যায় শহরের বিমানবন্দর দেখিলে টের পাওয়া সম্ভব, আসলে শহরের ভৌগোলিক পরিসীমা স্কুলপাঠ্য পুস্তকেই সীমাবদ্ধ। এই সর্বভারতীয় নাগরিকদের চলমানতা বজায় রাখিবার জন্য একটি অবান্তর ব্যয় বহন করিতে হয়। তাহার নাম মোবাইল ফোনের রোমিং চার্জ। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া ঘোষণা করিল, রোমিং-এর খরচ আরও কমাইয়া আনা হইতেছে। তবে, ট্রাই একই সঙ্গে জানাইয়া দিয়াছে, এখনই রোমিং-এর জন্য আলাদা মাশুলের ব্যবস্থা সম্পূর্ণ রদ করা হইবে না।
ভারতে মোট ২২টি মোবাইল সার্কল বা অঞ্চল রহিয়াছে। যত মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন, তাঁহাদের প্রত্যেকেরই ফোন কোনও না কোনও অঞ্চলে কোনও না কোনও সংস্থার নিকট নথিভুক্ত করা। কেহ যখন তাঁহার ফোনটি লইয়া নিজস্ব কেন্দ্র হইতে অপর কোনও কেন্দ্রে যান, তখন তিনি সেই কেন্দ্রের কোনও সংস্থার নেটওয়ার্ক ব্যবহার করেন। ইহাই রোমিং। ভারতে মোবাইল পরিষেবা সংস্থার সংখ্যা খুব বেশি নহে। প্রায় প্রতিটি সংস্থাই প্রতিটি অঞ্চলে উপস্থিত। এই অবস্থায়, এক জন গ্রাহক তাঁহার নিজের অঞ্চল ছাড়িয়া ভিন্ন কোনও অঞ্চলে ভ্রাম্যমাণ অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করিলেও খুব সম্ভবত যে সংস্থায় তাঁহার ফোনটি নথিভুক্ত, সেই সংস্থার নেটওয়ার্কই ব্যবহার করিতে পারিবেন। তবে আলাদা করিয়া রোমিং মাশুল আদায় করা হইবে কোন যুক্তিতে? ভারতীয় বাজারের অভিন্নতার যুক্তিটি এই রোমিং মাশুলের প্রথায় খণ্ডিত হয়। বিশেষত যখন রোমিং-এ থাকা ফোনকে পরিষেবা দিতে সংস্থার আলাদা ভাবে কোনও খরচ হয় না, তখন এই মাশুল একান্তই পরিহার্য।
লক্ষণীয়, ইউরোপীয় কমিশন এই মাসেই সিদ্ধান্ত করিয়াছে, ২০১৪ সাল হইতে ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে রোমিং মাশুল উঠাইয়া দেওয়া হইবে। ইউরোপীয় ইউনিয়ন যে একটি অভিন্ন বাজার, এই কথাটির সম্মানরক্ষার্থেই এই সিদ্ধান্ত। যেখানে ইউনিয়নভুক্ত দেশগুলি, পৃথক দেশ হওয়া সত্ত্বেও, অভিন্ন বাজারের মাহাত্ম্য রক্ষায় এই সিদ্ধান্ত করিতে পারে, ভারতে কেন এক শহর হইতে আর এক শহরে যাওয়ার জন্য রোমিং মাশুল দিতে হইবে? অবিলম্বে এই প্রথা রদ করা বিধেয়। কী ভাবে নূতন ব্যবস্থা প্রবর্তিত হইবে, তাহা ট্রাই-এর মধ্যস্থতায় সংস্থাগুলি স্থির করিয়া লউক। সর্বভারতীয় নাগরিকদের নিকট গোটা দেশটিই ঘর ফলে দেশের সর্ব প্রান্তে ঘরের সুবিধাই তাঁহাদের প্রাপ্য।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.