|
|
|
|
নারী নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপতি |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
দেশে মহিলাদের উপর নির্যাতন বেড়ে চলায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় উদ্বিগ্ন। ত্রিপুরা সফরে এসে তিনি সে কথা বারবার বুঝিয়ে দিলেন। আজ আগরতলার উপকণ্ঠে, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে নারীদের নিরাপত্তা, মহিলাদের প্রতি সম্ভ্রম, সম্মানের জায়গার বিশেষ গুরুত্ব দেন।
দীক্ষান্ত ভাষণে প্রণববাবু সদ্য স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপকদের উদ্দেশে বলেন, ‘‘এখন থেকে আপনাদের দায়ি অনেক বেড়ে গেল। শিক্ষাগত কৃতিত্ব নৈতিক মানোন্নয়নের পরিপূরক। এটা মনে রাখতে হবে।’’ এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা এমন শিক্ষা চাই যা উন্নত চরিত্রের ব্যক্তিত্ব তৈরি করবে, মানসিক দৃঢ়তা বাড়বে, বৌদ্ধিক শক্তি বৃ্দ্ধি পাবে, যাতে শিক্ষিত ব্যক্তি আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।’’ প্রকৃত শিক্ষিত ব্যক্তিই ‘মহান ভারত’ গঠনে কার্যকর ভূমিকা নিতে পারবেন বলে রাষ্ট্রপতি মনে করেন।তাঁর কথায়, ‘‘এমন ভারত তৈরি হবে যেখানে আর্যভট্ট, চাণক্য, বরাহমিহির, পতঞ্জলি, পাণিনির ঐতিহ্যের ছোঁয়া থাকবে। থাকবে সি ভি রামন, সত্যেন বসু, মেঘনাদ সাহা, রামানুজম এবং চন্দ্রশেখরের ঐতিহ্য এবং কৃতিত্ব।’’ ভারতীয় কোনও শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বমানের না হওয়ায় আক্ষেপও ফুটে ওঠে তাঁর ভাষণে। |
|
রাষ্ট্রপতিকে ‘গার্ড অফ অনার’। আগরতলা বিমানবন্দরে। ছবি: উমাশঙ্কর রায়চৌধুরী। |
যে সব ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছেন, এমন পাঁচ জনের হাতে তিনি আজ স্বর্ণপদক তুলে দিলেন। এঁদের অধিকাংশই ছাত্র। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে ছিলেন ত্রিপুরার রাজ্যপাল দেবানন্দ কোঁয়ার, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অঞ্জন ঘোষ প্রমুখ।
আজ সন্ধ্যায় আগরতলা পুরসভার তরফে টাউনহলে রাষ্ট্রপতিকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। ধুতি-পাঞ্জাবি-জওহর কোটপুরোপুরি বাঙালি সাজেই সম্বর্ধনা সভায় হাজির ছিলেন তিনি। নাগরিক সম্মান নিয়ে রাষ্ট্রপতি ত্রিপুরাবাসীর উদ্দেশে তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘‘আমি নত মস্তকে আপনাদের দেওয়া সম্মান গ্রহণ করলাম।’’ ত্রিপুরার সঙ্গে তাঁর সম্পর্ক বহু দিনের। তিনি বহুবার এখানে এসেছেন, বিভিন্ন কারণে। রবীন্দ্রনাথকে স্মরণ করে তিনি বলেন, ‘‘অনেক দিন ছিলেম প্রতিবেশী, দিয়েছি যত, পেয়েছি তার বেশি।’’ আগরতলার পুর চেয়ারম্যান প্রফুল্লজিৎ সিন্হা রাষ্ট্রপতির হাতে মানপত্র তুলে দেন। নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও রাজ্যের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
|
পুরনো খবর: রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সেজে উঠছে আগরতলা |
|
|
|
|
|