টুকরো খবর
লিঙ্গবৈষম্য দূর করতে সেল খুলল প্রেসিডেন্সি
মহিলাদের উপরে অত্যাচারের ঘটনা বাড়ছে। এই অবস্থায় লিঙ্গবৈষম্য দূর করার জন্য ছাত্রছাত্রীদের সচেতন করে তোলা একান্ত প্রয়োজন বলে মনে করছে প্রেসিডেন্সি। এই বিষয়ে সচেতনতা বাড়াতে একটি সেল খুলেছে তারা। ছাত্রছাত্রীদের জন্য আলোচনাসভা, চলচ্চিত্র দেখানোরও আয়োজন করবে বিশ্ববিদ্যালয়। সামাজিক সচেতনতা গড়ে তুলতে প্রেসিডেন্সির পড়ুয়াদের নাটকের দল জাতিস্মর এই নিয়ে পথনাটিকাও করবে। বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস দেবশ্রুতি রায়চৌধুরী বলেন, “অনেক উচ্চশিক্ষিত, অবস্থাপন্ন ঘরের ছেলেমেয়ের মধ্যেও এই সচেতনতার অভাব রয়েছে। পড়ুয়াদের বোঝানো হবে, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী বান্ধবী এবং বাসে সহযাত্রী মেয়েটিকে একই রকম সম্মান দিতে হবে। সমকামী, রূপান্তরকামীদের প্রতিও যাতে বিভেদমূলক আচরণ করা না-হয়, বোঝানো হবে তা-ও।” কী কী ভাবে ছাত্রছাত্রীদের সচেতনতা বাড়ানো যায়, তার রূপরেখা তৈরি করতে সেলের সদস্যেরা আগামী সপ্তাহে বৈঠকে বসবেন।

ফের মেট্রো বিভ্রাট
মেট্রোয় যাত্রী দুর্ভোগ অব্যাহত। বুধবার খারাপ হয়েছিল বাতানুকূল রেক। বৃহস্পতিবার বিভ্রাট দেখা দিল সাধারণ রেকে। মেট্রো সূত্রে খবর, এ দিন বিকেল সওয়া পাঁচটা নাগাদ সেন্ট্রাল স্টেশনে দমদমগামী একটি ট্রেন ঢোকার সময়ে প্রচণ্ড জোরে আওয়াজ হয়। পোড়া গন্ধ বেরোনোয় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ছুটে আসেন মেট্রোকর্মীরা। কী হয়েছে বুঝতে না পেরে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। খালি ট্রেনটিকে পাঠানো হয় নোয়াপাড়া কারশেডে। মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেন, “নিরাপত্তার জন্যই ট্রেনটি খালি করা হয়। এর জন্য কিছুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হয়।”

পুরনো খবর:

এক লাফে নম্বর বাড়ল ৫১
ছিল ৪৩, হল ৯৪। এক লাফে ৫১ নম্বর বৃদ্ধি। এ বারের সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থী বিড়লা হাইস্কুলের ছাত্র আদিত্য অগ্রবালের অর্থনীতির নম্বর এতটা বেড়ে যাওয়ায় সেন্ট জেভিয়ার্স কলেজে তাঁর ভর্তির ক্ষেত্রে সমস্যা থাকল না। আদিত্য ইংরেজিতে ৯৫, হিসাবশাস্ত্রে ৯৮, বিজনেস স্টাডিজ ও অঙ্কে ৯৫ পান। কিন্তু অর্থনীতিতে তাঁর নম্বর ছিল ৪৩। তাই জেভিয়ার্সে তাঁর বিকমে ভর্তি হওয়া আটকে যায়। তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। ওই ছাত্রের আইনজীবী এক্রামুল বারি আদালতে আর্জি জানান, তাঁর মক্কেলের অর্থনীতির উত্তরপত্র ফের পরীক্ষা করা হোক। শুনানির প্রথম দিনেই বিচারপতি দেবাশিস করগুপ্ত বিকমে একটি আসন খালি রাখার নির্দেশ দেন জেভিয়ার্স-কর্তৃপক্ষকে। সিবিএসই-কে ওই ছাত্রের অর্থনীতির উত্তরপত্র পুনঃপরীক্ষা করতে বলে আদালত। বৃহস্পতিবারের শুনানিতে সিবিএসই-র তরফে জানানো হয়, ওই ছাত্র অর্থনীতিতে ৯৪ পেয়েছেন।

ধর্মঘট চলবে দায়রা আদালতে
এখনই ধর্মঘট থেকে সরে আসছেন না নগর দায়রা আদালতের আইনজীবীরা। ২৫ জুন পর্যন্ত ধর্মঘট চলবে বলে বৃহস্পতিবার জানান তাঁরা। ওই আইনজীবীদের প্রতিনিধিরা এ দিন মহাকরণে আইন ও বিচার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন। পরে তাঁরা জানান, এখন সাবেক কলকাতার একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে কোনও সম্পত্তির মূল্য সর্বাধিক ১০ লক্ষ টাকা হলে নগর দায়রা আদালতে মামলা করা যায়। তার বেশি মূল্যের সম্পত্তির ক্ষেত্রে বিচারের জন্য যেতে হয় কলকাতা হাইকোর্টের ‘অরিজিনাল সাইড’-এ। নগর দায়রা আদালতে বিচার্য মামলার ক্ষেত্রে ওই অর্থমূল্যের সীমা ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে এক কোটি টাকা করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। প্রতিনিধিদলের তরফে আইনজীবী শ্যামল ঘটক জানান, বিষয়টি বিবেচনা করার জন্য মন্ত্রী ১০ দিন সময় চেয়েছেন।

জাল পাসপোর্ট, গ্রেফতার দুই
জাল পাসপোর্ট নিয়ে বিমানবন্দরে ধরা পড়লেন দুই বাংলাদেশি। এক জন ইতালি থেকে দোহা ঘুরে কলকাতায় এসেছিলেন। অন্য জন কলকাতা থেকে দোহা ঘুরে যাচ্ছিলেন দুবাই। পুলিশ জানায়, ইতালিতে শ্রমিকের কাজ করছিলেন বাংলাদেশের মুন্সিগঞ্জের হরেকৃষ্ণ মণ্ডল। বৃহস্পতিবার কাতার এয়ারওয়েজের বিমানে তিনি কলকাতায় নামালে সন্দেহ হয় অভিবাসন অফিসারদের। তাঁর পাসপোর্টে নিজের ছবি থাকলেও নাম ছিল হরেকৃষ্ণ সরকার। ওই একই সংস্থার উড়ানে দোহা যাওয়ার পথে আটকে পড়েন চট্টগ্রামের সৌরভ দাস। তাঁর পাসপোর্টে নিজের ছবিতে নাম ছিল ননীগোপাল রায়। দু’জনকে গ্রেফতার করে পুলিশে দেওয়া হয়েছে।

বাড়িতে আগুন
রবীন্দ্র সরণি এলাকার একটি চারতলা বাড়িতে বৃহস্পতিবার আগুন লাগল। পুলিশ জানায়, এ দিন ওই বহুতলের চার তলার একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়েরা দমকলে খবর দেন। দু’টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকলের অনুমান, মিটার বক্সে শর্ট সার্কিট হয়েই আগুন লাগে।

দুর্ঘটনায় মৃত্যু
জিঞ্জিরাবাজারের কাছে বজবজ ট্রাঙ্ক রোডে ট্রেলারের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম মনোজ রাজবংশী (৩৬)। বৃহস্পতিবার সকালে রাস্তার ধারের একটি হোটেলে খাবার খাচ্ছিলেন মনোজ। কলকাতা থেকে বজবজের দিকে যাওয়া একটি ট্রেলার তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.