আদালতের নির্দেশ সত্ত্বেও মামলা দায়ের না করায় এক আইপিএস-সহ তিন পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন কলকাতার পুলিশ কমিশনার।
একটি পারিবারিক মামলা দায়ের করা নিয়ে বৌবাজার থানার গাফিলতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের জবাবে অসন্তোষ প্রকাশ করেছিল হাইকোর্ট। তার পরেই ডিসি (সেন্ট্রাল)-সহ মামলার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল আদালত। বুধবার পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থের ব্যবস্থা গ্রহণের রিপোর্টটি কলকাতা হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে জমা দেওয়া হয়। রিপোর্টটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি।
২০১২ সালের অগস্ট মাসে সুরেন্দ্র কপূর নামে এক ব্যক্তির পারিবারিক বিষয়ে মামলা দায়ের করার নির্দেশ দেয় ব্যাঙ্কশাল কোর্ট। বৌবাজার থানা ২০১৩-র মার্চে সেই মামলা দায়ের করে। আদালতের নির্দেশের পরেও একটি মামলা দায়ের করতে ৮ মাস সময় লাগল কেন, তা জানতে চেয়েছিল হাইকোর্ট।
এ বিষয়ে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) দেবেন্দ্রপ্রকাশ সিংহ যে রিপোর্ট জমা দেন, তাতে হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট হতে পারেননি। এর পরেই ৫ জুন তিনি কলকাতার পুলিশ কমিশনারকে ডিসি (সেন্ট্রাল)-সহ বৌবাজার থানার সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পুলিশ সূত্রের খবর, পুলিশ কমিশনারের রিপোর্টে ডিসি (সেন্ট্রাল) দেবেন্দ্রপ্রকাশ সিংহকে সতর্ক করার কথা জানানো হয়েছে। এ ছাড়াও, বৌবাজার থানার তৎকালীন ওসি সাধন সিংহের বিরুদ্ধে সরকারের কাছে ব্যবস্থা গ্রহণের সুপারিশ ও সংশ্লিষ্ট তদন্তকারী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পুলিশ কমিশনার। |