মুখে অবশ্য কুলুপ
তৃণমূলেও পাল্টা মিছিলের ভাবনা
ঠিক যেন বাম জমানার অ্যাকশন-রিপ্লে। নন্দীগ্রামের ঘটনার জেরে রাজ্যের নাগরিক সমাজ পথে নামার পরেই পাল্টা জবাব দিতে এমনটা করেছিলেন তৎকালীন শাসক দলের নেতা-মন্ত্রীরা।
২০০৭ সালের ১৪ নভেম্বর নন্দীগ্রাম-সিঙ্গুরের ঘটনার প্রতিবাদে শহরে মহামিছিলের পরেই পাল্টা মিছিল সংগঠিত করতে পথে নেমেছিলেন তৎকালীন মন্ত্রী, অধুনা প্রয়াত সুভাষ চক্রবর্তী। দু’টি মিছিলের তুলনা করে অনেকেই তখন বলেছিলেন প্রথমটি যদি হয় স্বতঃস্ফূর্ত, দ্বিতীয়টি তবে সাংগঠনিক শক্তির প্রকাশ।
এ বার ঠিক একই পথে হাঁটছে রাজ্যের বর্তমান শাসক দল। শঙ্খ ঘোষ, মহাশ্বেতা দেবী, সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্বাক্ষরিত বিবৃতিতে সাড়া দিয়ে যখন আজ, শুক্রবার মিছিলে পা মেলাতে কোমর বাঁধছে কলকাতা তথা রাজ্য কিংবা মেয়েদের নিরাপত্তার অভাব নিয়ে কলেজ স্ট্রিটে অবস্থান-বিক্ষোভে সামিল হচ্ছেন অপর্ণা সেন, বিভাস চক্রবর্তীরা— তখন তৃণমূলের তরফেও পাল্টা তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তবে কামদুনির ঘটনার পরে কাজটি যে খুব সহজ হচ্ছে না, সেটাও প্রকাশ হয়ে যাচ্ছে বারবার। তাই মিছিলের দিন-তারিখ নিয়ে এখনও কেউ মুখ খুলতেই রাজি নন। এমনকী মিছিল যে হবেই, এমন কথাও মন খুলে বলতে পারছেন না কেউ।
রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস টালিগঞ্জের বিধায়ক। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে টলিউডের শিল্পীদের সংগঠিত করার ভার মূলত থাকে তাঁর উপরেই। পাল্টা মিছিলের উদ্যোগেও অরূপের ভূমিকা আছে। বৃহস্পতিবার দুপুরে মহাকরণে তাঁর কাছে অনেকেই তাই খবর নিতে গিয়েছেন, মিছিল কবে, কোথায়, কখন হবে। ক্রীড়া জগতের লোকজনেদের আসার বিষয়টি নিশ্চিত করতে তাঁর কাছেই দিনক্ষণ জানতে ছুটেছেন ক্রীড়ামন্ত্রীর দফতরের আধিকারিকেরা। কিন্তু কাউকেই সঠিক দিশা দেখাতে পারেননি অরূপ বিশ্বাস। কারণ প্রথমে ভাবা হয়েছিল, ২১ তারিখের মিছিলের পাল্টা হিসেবে ২২ কিংবা ২৩ জুন অন্য মিছিল পথে নামবে। কিন্তু টালিগঞ্জের প্রথম সারির শিল্পীদের অনেকেরই ‘সময়াভাবে’ সেই চেষ্টা কিছুটা ধাক্কা খেয়েছে। অরূপবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ সব মিছিল-টিছিলের ব্যাপার আমার জানা নেই।”
বাম জমানায় সরকারের কাছের লোক বলে পরিচিত সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন নন্দীগ্রাম-পর্বেও শাসক দলের মিছিলের পুরোভাগে ছিলেন। এখন পরিবর্তনের সরকারে তিনিই দ্রুত মমতা-ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। শিল্পীদের মহলে পাল্টা মিছিলের খবর জানাতে সক্রিয় তিনিও। ফোন করেছেন অনেককে। তবে জানতে চাইলেই অস্বীকার, “মিছিলের বিষয়ে আমি কিছু জানি না।”
কারা থাকতে পারেন সরকার পক্ষের ‘অনুগত’দের মিছিলে? প্রাক্তন ফুটবলার গৌতম সরকার বলেন, “একটা মিছিলের কথা আমায় বলা হয়েছে। আমি যাব। কিন্তু কবে হবে মিছিলটা জানা নেই।” নাট্যকর্মী অর্পিতা ঘোষ বলেন, “২১ তারিখের মিছিলের কথা আমায় এসএমএসে জানানো হয়েছিল। আমি তাতে যাব না। অন্য কোনও মিছিলের কথা জানি না। কেউ ডাকলে ভেবে দেখব।”

পুরনো খবর:
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.