ফেড রিজার্ভের ধাপে ধাপে ত্রাণ তোলার প্রস্তাবের জের |
সূচক পড়ল ৫২৬, রেহাই পায়নি সোনাও |
পতনের পর্ব চলছিলই। বৃহস্পতিবার তাতে বড় আঘাত হানল আমেরিকা। মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ তার আর্থিক ত্রাণ প্রকল্প বহাল রাখলেও, ধাপে ধাপে তা তোলার ইঙ্গিত দেওয়াতেই ৫২৬ পয়েন্ট বা ২.৭৪ শতাংশ পড়ে গেল সেনসেক্স। একই কারণে পড়েছে সোনাও।
আর্থিক ত্রাণের জমানা শেষ হওয়ার আশঙ্কা এ দিন কাঁপিয়ে দিয়েছে ইউরোপ-আমেরিকার বাজারকেও। ইউরোপে সূচক পড়েছে ২%। আমেরিকায় দুপুরের মধ্যে ডাও জোন্স পড়েছে ৩২৯ পয়েন্ট, ন্যাসডাক ৭৬, এস অ্যান্ড পি ৩৭ পয়েন্ট। চিনে শিল্প বৃদ্ধি ন’মাসে সবচেয়ে নীচে নামার খবরে পড়তে থাকে এশীয় বাজার। ইউরোপ-আমেরিকাতে যার প্রভাব পড়েছে।
প্রসঙ্গত, বার্নানকে বুধবার ফেড রিজার্ভের বৈঠক শেষে ঘোষণা করেন, মার্কিন শীর্ষ ব্যাঙ্ক শিল্পের হাতে নগদের জোগান বজায় রেখে অর্থনীতির হাল ফেরাতে তার ঋণপত্র কেনার কর্মসূচি থেকে এখনই সরে আসছে না। মাসে ৮৫০০ কোটি ডলার হারে ঋণপত্র কেনা আপাতত বহাল থাকবে। তবে মার্কিন অর্থনীতি আরও কিছুটা বৃদ্ধির সড়কে ফিরলে বছরের শেষের দিকে তা ধাপে ধাপে কমানো হতে পারে। সম্ভবত ২০১৪ সলে তা বন্ধ হবে। এই সিদ্ধান্তে শেয়ার বাজারের হাল ফিরবে বলে পূর্বাভাস মিললেও, কার্যত তা বড়সড় ধাক্কা দিয়েছে বিশ্ব বাজারকে।
গত প্রায় দু’বছরে মুম্বই বাজারের সূচককে একদিনে এত বেশি পড়তে দেখা যায়নি। এর আগে ২০১১-র ২২ সেপ্টেম্বর সেনসেক্স পড়েছিল ৭০৪ পয়েন্ট। বৃহস্পতিবার সূচক বন্ধ হয় ১৮,৭১৯.২৯ পয়েন্টে। এক দিনে মুছে গিয়েছে লগ্নিকারীদের ১.৫৭ লক্ষ কোটি টাকার সম্পদও। এ দিন টাকাও ফের বেনজির পতনের মুখে পড়ে। একসময়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৫৯.৯৩ টাকা। |
বৃহস্পতিবার বিশ্ব বাজারে সোনাও নেমে আসে গত ২ থেকে আড়াই বছরের মধ্যে সবচেয়ে নীচে। তার কারণ, বার্নানকে ইঙ্গিত দিয়েছেন, তাঁরা বছরের শেষের দিক থেকে সম্পদ কেনা কমিয়ে আনতে পারে। কারণ ওই সময়ের মধ্যেই মার্কিন অর্থনীতির হাল ফিরবে। এ দিন লন্ডনের বাজারে সোনা প্রতি আউন্সে ৩.৪% পড়ে দাঁড়ায় ১৩০৪.৭৫ ডলারে। যার জেরে দেশ জুড়েই পড়েছে সোনা।
কলকাতার বাজারে গয়নার সোনা প্রতি ১০ গ্রামে আগের দিনের তুলনায় ৭০০ টাকা পড়ে ছুঁয়েছে ২৬,১৮৫ টাকা। দিল্লিতে তা ৪০০ টাকা কমে হয়েছে ২৭,৮০০ টাকা। পড়েছে রুপোও। তবে সরকারি সূত্রের খবর, এর জেরে সোনা আমদানি নিষিদ্ধ করা বা তার আমদানি শুল্ক আর বাড়ানো হবে না। কারণ, তা সোনার চোরা কারবারেই উৎসাহ দেবে।
|