জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান দলের জেলা সভাপতি মোহন বসুর উপর হামলারয় ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাল কংগ্রেস। বুধবার শিলিগুড়ি পুলিশ কমিশনারের কাছে গিয়ে ওই দাবিতে স্মারকলিপি দেয় তারা। দার্জিলিং জেলার সভাপতি শঙ্কর মালাকার, মেয়র গঙ্গোত্রী দত্ত, সুবীন ভৌমিকের মতো নেতৃত্বের উপস্থিতিতে এ দিন মাল্লাগুড়ি থেকে মিছিল করে পুলিশ কমিশনারের দফতরে যান তারা। পুর কমিশনার কারলিয়াপ্পন জয়রামন বলেন, “মোহন বসুর উপর হামলার ঘটনায় পুলিশ ২ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করছে। বাকি অভিযুক্তদেরও পুলিশ খুঁজছে।”
শঙ্করবাবুর অভিযোগ, ওই ঘটনায় পুলিশ এক সাধুকে গ্রেফতার করেছে। আর বাকি অভিযুক্তরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, দলের কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছে। অথচ পুলিশ কিছু করছে না। এতে অবাধ নির্বাচন হতে পারে না। সে জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি জানানো হয়েছে। রাজগঞ্জের মান্তাদরি এলাকায় মোহনবাবুর উপর তৃণমূলের লোক হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। শঙ্করবাবু বলেন, “এত দিন সিপিএম অত্যাচার চালাত। এখন তৃণমূলের সন্ত্রাস তাদেরকেও ছাপিয়ে গিয়েছে। প্রধাননগরে তারা আমাদের দলীয় অফিসে ভাঙচুর করছে। যারা এত দিন সিপিএম করত তাদেরই কিছু লোক এখন ঝান্ডা পরিবর্তন করে তৃণমূলে যোগ দিয়েছে।”
রবিবার রাতে শিলিগুড়ি জংশন স্টেশন মোড়ের কাছে কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূলের লোকজনরা হামলা করে বলে অভিযোগ। পুলিশ এ ঘটনায় কংগ্রেসের দুই জনকে ধরায় এ দিন প্রতিবাদও জানান শঙ্করবাবুরা। বিকেলে জংশন স্টেশন মোড় থেকে তৃণমূলও পাল্টা মিছিল করে। তৃণমূল জানিয়েছে, কংগ্রেস তাদের ফাঁসাতে মিথ্যে অভিযোগ তুলছে।
|