দুই দিন ধরে পুরসভার তরফে শহরে বিভিন্ন ওয়ার্ডে পানীয় জল সরবরাহ ব্যহত হয়ে পড়ায় গরমে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। আগাম না জানানো হলেও মঙ্গলবার বিকেল থেকে বুধবার দিনভর শিলিগুড়ি পুর এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে বলে অভিযোগ। পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, ফুলবাড়ি ট্রিটমেন্ট প্ল্যান্টে যান্ত্রিক গোলোযোগের কারণে জল তোলা বন্ধ হয়ে পড়ায় বিপত্তি দেখা দিয়েছে। অথচ বাসিন্দাদের তা জানানোর ব্যবস্থা করা হল না কেন সেই প্রশ্ন তুলে জল সরবরাহ বিভাগের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। এর আগেও শহরের এক জায়গায় পুরসভার পানীয়জলের কল থেকে ব্যাঙাচি বার হওয়া নিয়ে ওই বিভাগের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছিল। জল সরবরাহ বিভাগের মেয়র পারিষদ পম্পা দাস বলেন, “পাম্পের ফুটো দিয়ে যন্ত্রাংশে জল ঢুকে তা অকেজো হয়ে পড়েছে। বুধবার দিনভর তা সারানো হয়েছে। বিকেলে জল সরবরাহ করার কথা ছিল।” তা ছাড়া ফুলবাড়ি এলাকায় বিদ্যুৎ না থাকায় মঙ্গলবার জল তোলা নিয়ে সমস্যা হয় বলে দাবি করেন তিনি।
জল সরবরাহ হচ্ছে না কেন? কোন নোটিশই বা দেওয়া হয় নি কেন তা জানতে বুধবার মেয়রের কাছে যান বাম কাউন্সিলররা। বিরোধী দলনেতা নুরুল ইসলাম বলেন, “জল সরবারহ ঠিক রাখতে ব্যারেজ কর্তৃপক্ষ, পিএইচই এদের নিয়ে কোন কমিটি তৈরি করেনি পুর কর্তৃপক্ষ। তাই মাঝে মাধেই জল নিয়ে নানা সমস্যা হচ্ছে।” এবিষয়ে মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “হঠাৎই পাম্প খারাপ হয়ে যাওয়ায় জলের সমস্যা দেখা দিয়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে।”
পুর কর্তৃপক্ষের দাবি মঙ্গলবার জল সরবরাহ নিয়ে মসস্যার কথা কাউন্সিলরদের এসএমএস করে জানানো হয়েছে। তবে বাসিন্দারা বিষয়টি জানেন না বলে অভিযোগ। বাম কাউন্সিলর মৌসুমি হাজরা বলেন, “জল সরবরাহ হচ্ছে না। মানুষের কাছে আমাদের জবাবদিহি করতে হচ্ছে।” সব থেকে অসুবিধেয় ফ্ল্যাটের বাসিন্দারা। যাদের পুরোপুরি ভাবে পুরসভার সরবরাহ করা জলের ভরসাতেই থাকতে হয়। দুই দিন জল বন্ধ থাকায় অনেকে স্নান পর্যন্ত করতে পারছেন না বলে অভিযোগ। বস্তি এলাকার বাসিন্দারাও সমস্যা পড়েন। খাবার জলের জন্য তাদের পুরসভার জল সরবরাহের স্ট্যান্ড পোস্টগুলির উপরেই নির্ভর করতে হয়। জল না আসায় পানীয় জলের কষ্টে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের।
|