টুকরো খবর
চাকরি চেয়ে বিক্ষোভ নন্দীগ্রামে
রেলপ্রকল্পে জমিহারাদের চাকরি চেয়ে বিক্ষোভ হল নন্দীগ্রামে। বুধবার নন্দীগ্রাম-২ ব্লকের ঘোলপুকুরিয়া এলাকায় রেলপ্রকল্পের কাজে নিযুক্ত একটি ঠিকাদার সংস্থার অফিসের সামনে স্থানীয় জমিহারাদের একাংশ অবস্থানে বসে ও বিক্ষোভ দেখায়। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই অবস্থান-বিক্ষোভ চলে। পরে বিক্ষোভকারীরা ওই রেলপ্রকল্পের কাজে যুক্ত রেল দফতরের আধিকারিক আর কে দাসকে স্মারকলিপি দেন।

নন্দীগ্রাম রেলপ্রকল্পে জমিহারাদের বিক্ষোভ।—নিজস্ব চিত্র।
বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া দেশপ্রাণ-নন্দীগ্রাম রেলপ্রকল্প ল্যান্ড লুজারস কমিটির সভাপতি উত্তম বেরার বক্তব্য, ২০১০ সালে শিলান্যাস অনুষ্ঠানে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রেলপ্রকল্পে জমিহারাদের পরিবার পিছু একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখনও অনেকেই চাকরি পাননি। এমনকী এক বছর আগে ইন্টারভিউ হওয়া প্রার্থীদের এখনও চাকরি হয়নি। অবিলম্বে চাকরির ব্যবস্থা না করলে রেললাইন তৈরির কাজে বাধা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিটি।

পুরনো খবর:

দুই যুবকের অপমৃত্যু
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। আর এক যুবকের মৃত্যু হল বিষক্রিয়ায়। পারিবারিক অশান্তির জেরে মহিষাদল থানা এলাকায় ১২ ঘণ্টার মধ্যে দু’জনের অস্বাভাবিক মৃত্যু হল। মঙ্গলবার রাতে মহিষাদলের টাঠারিবাড় থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত মনোরঞ্জন মাইতি (৩৬) কলকাতায় কাঠের মিস্ত্রির কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রী-র সঙ্গে অন্য এক ব্যক্তির সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তিনি। সেই নিয়ে পরিবারে অশান্তি ছিল। দু’দিন আগে কলকাতা থেকে বাড়িতে আসেন। মঙ্গলবার সন্ধে থেকেই বাড়িতে ঝগড়া চলছিল। রাতে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্ত্রী চিৎকার করলে গ্রামবাসীরা ছুটে আসেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায় ও মনোরঞ্জনবাবুর স্ত্রীকে মহিষাদল থানায় নিয়ে যায়। তবে জিজ্ঞাসাবাদের পরে তাঁকে ছেড়ে দেয় পুলিশ। বুধবার সকালে একই থানা এলাকার কেশবপুর জালপাই গ্রামে বিষক্রিয়ায় মৃত্যু হয় এক লরি চালকের। মৃত মহাদেব সামন্তের (২৮) সঙ্গেও তাঁর স্ত্রী-র মন কষাকষি চলছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আট বছর আগে মহাদেবের প্রথম স্ত্রী মারা যান। বছর পাঁচেক আগে ফের বিয়ে করেন তিনি। ইদানীং মদ্যপান করছিলেন মহাদেব। সেই নিয়েই দ্বিতীয় স্ত্রীয়ের সঙ্গে অশান্তি চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় ভোলসারা গ্রামে বাপের বাড়িতে চলে যান তাঁর স্ত্রী। এ দিন সকালে অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

লালগড়ে বাজ পড়ে মৃত চার
ঝড়-বাদলার দিনে লালগড়ের চারটি এলাকায় বাজ পড়ে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাতটা নাগাদ প্রবল বৃষ্টি শুরু হয়। ওই সময় লালগড়ের আমকলা ঘাটে নির্মীয়মান সেতুর কাজে নিযুক্ত কয়েকজন ঠিকা-শ্রমিক মাথা বাঁচাতে একটি খড়ের ছাউনির তলায় আশ্রয় নেন। আচমকা বজ্রপাতের দরুণ ঘটনাস্থলেই বিষ্ণু হাজরা (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তাঁর বাড়ি বীরভূমের লাভপুর থানার ভালাশ গ্রামে। বজ্রপাতে গুরুতর অসুস্থ ১৫ জন শ্রমিককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। ওই সময়ে লালগড়ের কানাইপাল গ্রামের মাঠে চাষের কাজ করার সময় বজ্রপাতে কৃষ্ণ রায় ওরফে কঁকা (৫৮) নামে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। বেলাটিকরি গ্রামে মাঠে মোষ চরানোর সময় মারা যান বঙ্কিম দিগার (৫৫)। চিকুরডাঙা গ্রামে চাষের কাজ করার সময় বাজ পড়ে মারা যান আদিত্য ঘোড়ই (৪৮)। নেতাই লাগোয়া সয়েরসাই গ্রামে দু’জন অসুস্থ হন। তাঁদের লালগড় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

মাছ ব্যবসায়ী খুনে আটক ৩
টাকা-পয়সা নিয়ে বিবাদের জেরেই দিঘায় মাছ ব্যবসায়ী হেমন্ত মহাপাত্রকে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ। মঙ্গলবার বালেশ্বরে অভিযান চালিয়ে তিন জনকে আটক করে দিঘায় নিয়ে এসেছে তারা। আটক তিন জন হলেন গুরদীপ সিংহ, শেখ নাসিক ও প্রীতম বাসরা। তিন জনেরই বাড়ি বালেশ্বরের ভাস্করগঞ্জ এলাকায়। বালেশ্বরের রানিয়াতে হেমন্ত মহাপাত্রের একটি টায়ার দোকানকে কেন্দ্র করে ওই তিন জনের সঙ্গে পুরনো বিবাদ ছিল। সেই বিবাদের জেরেই হত্যাকাণ্ড কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।

ভর্তি ফর্মের দামে আপত্তি
স্নাতক স্তরে প্রথম বর্ষে ভর্তি হওয়ার ফর্মের দাম বৃদ্ধিতে আপত্তি জানাল এসএফআই। সংগঠনের জামবনির কাপগাড়ি সেবাভারতী মহাবিদ্যালয়ের শাখা সদস্যরা ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুতপা ঘোষের কাছে বুধবার স্মারকলিপি দেন। জামবনি জোনাল কমিটির সম্পাদক অভিজিৎ শতপথীর অভিযোগ, জঙ্গলমহলের অধিকাংশ পড়ুয়াই দরিদ্র পরিবারের। তা জানা সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ ফর্মের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করেছেন এ বার। উল্লেখ্য, গত বছর কলেজটি টিএমসিপি-র দখলে এসেছে। পড়ুয়াদের একাংশের ধারণা, ফর্মের দামবৃদ্ধির বিষয়টি নিয়ে এসএফআই কলেজে আন্দোলন সংগঠিত করতে চাইছে।

নন্দকুমারে সংঘর্ষ, আহত
পঞ্চায়েত নির্বাচনের প্রচার নিয়ে বিরোধের জেরে সিপিএম ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষে মোট তিন জন আহত হলেন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার নামালক্ষ্যা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নামালক্ষ্যা গ্রামের সিপিএম প্রার্থী কয়েক জন দলীয় সমর্থক নিয়ে বুধবার বিকেলে গ্রামেরই এক তৃণমূলের সমর্থকের বাড়িতে প্রচারে যান। এই সময় ওই তৃণমূল সমর্থক পুরানো এক বিরোধের প্রসঙ্গ তুললে সিপিএম প্রার্থীর সঙ্গে বচসা ও পরে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এতে উভয়পক্ষের তিন জন অল্পবিস্তর আহত হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের বিনন্দপুর গ্রামে। মৃতের নাম রবীন দোলই (২৬)। রবীন এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ নিজের বাড়িতে টেলিভিশন সারানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। নন্দীগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.